1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকে পর পর দুটি আত্মঘাতী হামলা

দেবারতি গুহ২ অক্টোবর ২০০৮

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত দুটি শিয়া মসজিদে বৃহস্পতিবার দু-দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন বলে খবর৷ এছাড়াও, আহতের সংখ্যা প্রায় ৩০ বলে জানিয়েছে পুলিশ৷

https://p.dw.com/p/FTAA
ইরাকছবি: AP

ইরাকের সুন্নি মুসলিমরা বুধবার ঈদুল ফিতর উদযাপন করলেও, দেশের শিয়া মুসলমানরা তা পালন করেছেন বৃহস্পতিবার৷ আর এদিনই রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় অবস্থিত দুটি মসজিদে ঘটে ঐ বোমা বিস্ফোরণ৷ নিরাপত্তা রক্ষীরা জানায়, যে নিউ বাগদাদের জাদিদা মসজিদের বাইরে প্রথম বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে৷ জানা গেছে, যে একটি বিস্ফোরক ভর্তি বেল্ট বেধে নিয়ে পায়ে হেঁটেই মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করে আত্মঘাতী হামলাকারী৷ এতে কমপক্ষে ৫ জন নিহত এবং ১০ জন আহত হন৷

পরের হামলাটি ঘটে পার্শ্ববর্তী জেলার জাফরানিয়া এলাকায়৷ সেখানে একটি গাড়িবোমা নিয়ে চালানো হয় এই দ্বিতীয় হামলা৷ যাতে কমপক্ষে ৮ জন নিহত এবং ২০ জন আহত হন৷ পুলিশ কর্মকর্তা কাসেম আতাহ অবশ্য জানিয়েছেন, যে অবিলম্বেই সেখানে উদ্ধার তত্‌পরতা শুরু হয়েছে এবং আহতদের চিকিত্‌সার ব্যবস্থাও করা হয়েছে৷ তবে আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে৷

এদিকে, রমজান মাস শেষে মুসলমানদের এই পবিত্র দিনে, বাগদাদ থেকে প্রায় ৫৭ কিলোমিটার দূরে অবস্থিত দিয়ালা প্রদেশের বাকুবা শহরে, এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ৬ জন ইরাকী৷ পুলিশ জানায়, বন্দুকধারীটি একটি মিনিবাসকে নিশানা করে গুলি চালিয়েছিল৷ প্রসঙ্গত, ইরাকের সবচেয়ে বিপদজ্জনক প্রদেশ বলে প্রসিদ্ধ ঐ দিয়ালা প্রদেশে নিরাপত্তা রক্ষিদের সতর্ক প্রহরা সত্ত্বেও, সেখানে আখছারই ঘটে চলেছে এ-ধরনের হামলার ঘটনা৷

ইরাকে অবস্থিত মার্কিন সেনা ছাউনি থেকে বলা হয়েছে, যে গতকাল, অর্থাত্ বুধবারও রাজধানীর উত্তরে সুন্নি-অধ্যুষিত বালাদ অঞ্চলে অপর একটি গাড়িবোমা হামলা ঘটে৷ যাতে প্রায় ১৫ জন আহত হন৷ তারা আরো জানায়, যে বালাদে অবস্থিত সৈয়দ মোহাম্মদ মসজিদ প্রাঙ্গনের অদূরে, একটি গাড়ি পার্ক করার জায়গায় হামলাটি হয়৷

গত মার্চ-এপ্রিল মাস থেকেই জঙ্গীহামলার ঘটনা বেড়ে গেছে ইরাকে৷ তারমধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই মৃত্যুবরণ করেছেন প্রায় ৪৪০ জন ইরাকী৷ পুলিশ সূত্রের খবর - এদের মধ্যে ৩৫৯ জন বেসামরিক ব্যক্তি, ২৬ জন ইরাকী সেনা এবং ৫৫ পুলিশ কর্মকর্তা রয়েছেন৷ ইরাকে অবস্থিত মার্কিন সেনা কর্মকর্তাদের মতে গত কয়েক বছরে ইরাকে জঙ্গী হামলার পরিমাণ অপেক্ষাকৃতভাবে হ্রাস পেলেও, গত কয়েক সপ্তাহে তা বৃদ্ধি পেয়েছে৷

অবশ্য, রাজধানী বাগদাদে নিযুক্ত মার্কিন সেনা-কম্যান্ডার মেজর জেনারেল জেফরী হামন্ড বলেছেন, যে গত তিন বছরে পবিত্র রমজান মাসের প্রথম ২১ দিনই ছিল ইরাকে সবচেয়ে শান্ত একটি সময়৷ তিনি বলেন, যে অন্যান্য বছরের তুলনায় এবছর এ-সময়ে হামলার ঘটনা তুলনামূলকভাবে অনেক কম৷ ২০০৭ এবং ২০০৬ সালের ৬০০ এবং ৮০০-টি হামলার জায়গায়, এবছরের হামলার সংখ্যা মাত্র ৬০-টি৷ দৈনিক হিসেবে যা অন্য দুই বছরের অনুপাতে প্রায় ৪.২ শতাংশ কম৷