ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত, নিহত ৬, নিখোঁজ অনেকে
৪ নভেম্বর ২০২৪ইন্দোনেশিয়ার প্রশাসন জানিয়েছে, আগ্নেয়গিরিটি যে জেগে উঠবে তার আগাম খবর ছিল না। বহু মানুষ তখন ঘুমোচ্ছিলেন। তারই মধ্যে গলিত লাভার স্রোত জনবসতির উপর চলে আসে। বহু মানুষ সঙ্গে সঙ্গে পালান। তবে এখনো লাভার স্রোতে ভেঙে যাওয়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে মানুষদের উদ্ধারের কাজ চলছে। ঘটনায় এখনো পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। বহু মানুষ নিখোঁজ।
ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার মাউন্ট লিয়োতোবি লাকি লাকি পাহাড়ে। এটি ইন্দোনেশিয়ার ফ্লোরস দ্বীপে অবস্থিত।
ইন্দোনেশিয়ার প্রশাসনিক কর্তা আবদুল মুহারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখনো পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। তাদের দেহ উদ্ধার হয়েছে। তবে বহু মানুষ এখনো ঘটনাস্থলে আটকে। অনেকে নিখোঁজ।
রোববার রাতে পর পর দুইবার অগ্নুৎপাত হয় আগ্নেয়গিরিটিতে। প্রথমে রাত ১টা ২৭ নাগাদ, তারপর আবার রাত দুইটা ৪৮ মিনিটে। গত বৃহস্পতিবার থেকেই আগ্নেয়গিরিটি জ্বেলে উঠছিল। রোববার রাতে প্রায় দুহাজার ফুট পর্যন্ত আগুনের হলকা দেখা যায় আকাশে।
প্রশাসন জানিয়েছে, বহু বাড়ি লাভার নিচে চলে গেছে। একটি ক্যাথলিক নানদের থাকার জায়গাও সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছে।
ঘটনার পর এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। যে কোনো সময় আবার আগ্নেয়গিরিটি থেক অগ্নুৎপাত হতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এলাকার সাত কিলোমিটারের মধ্যে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। এর আগে জানুয়ারি মাসে ওই দ্বীপেই অন্য আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হয়েছিল। ওই ঘটনাতেও অনেকের মৃত্যু হয়েছিল।
এসজি/জিএইচ (রয়টার্স, ডিপিএ)