ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
৩ জুলাই ২০১৮ফলে ইতিহাস গড়েই কোয়ার্টারে চলে গেল ইংল্যান্ড৷ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড কলম্বিয়ার বাক্কার নেয়া চতুর্থ পেনাল্টিটি ঠেকিয়ে দেন৷ এর আগে তৃতীয় পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কলম্বিয়ার উরিবে৷ ফলে শেষ পেনাল্টি থেকে ইংল্যান্ডের ডায়ার গোল করায় জিতে যায় তিন সিংহরা৷ তবে ইংল্যান্ডের হেন্ডারসনের নেয়া তিন নম্বর পেনাল্টিটি ঠেকিয়ে দিয়েছিলেন কলম্বিয়ার ডেভিড অস্পিনা৷
ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার তথ্য বলছে, এই ম্যাচের আগ পর্যন্ত ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড তাঁর ক্যারিয়ারে ৩০টির মধ্যে পাঁচটি পেনাল্টি ঠেকিয়েছেন৷ আর কলম্বিয়ার ডেভিড অস্পিনা ৩৮টি পেনাল্টির মধ্যে ঠেকাতে পেরেছেন তিনটি৷
বিশ্বকাপে টাইব্রেকারে ইংল্যান্ডের বাজে রেকর্ডের কারণে দলের কোচ সাউথগেট খেলোয়াড়দের পেনাল্টি অনুশীলনের ওপর গুরুত্ব দিয়েছিলেন৷ তিনি বলেছিলেন, পেনাল্টি নেয়াটাও শেখার বিষয়৷
ম্যাচের ৫৭ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে নিয়েছিলেন হ্যারি কেন৷ কলম্বিয়ার সানচেজ ডি-বক্সের ভেতর হ্যারি কেনকে ট্যাকেল করলে পেনাল্টি দেন রেফারি মাইক গাইগার৷ কলম্বিয়ার খেলোয়াড়রা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ভিডিও প্রযুক্তির সহায়তা নেয়ার জন্য রেফারিকে অনুরোধ জানান৷ কিন্তু তাতে কাজ হয়নি৷ পরে পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেন৷ আর ফাউল করার জন্য সানচেজকে হলুদ কার্ড দেন রেফারি৷
তবে খেলা শেষ হওয়ার মিনিট তিনেক আগে কোয়াদ্রাদোর কর্নার থেকে করা মিনার গোলে ম্যাচে ফিরেছিল কলম্বিয়া৷ ওটিই ছিল ম্যাচে কলম্বিয়ার পাওয়া প্রথম কর্নার৷
মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারকা ফুটবলার খামেস রদ্রিগেজকে ছাড়াই মাঠে নামতে হয়েছে কলম্বিয়াকে৷ ইনজুরির কারণে তাঁকে স্টেডিয়ামে বসে দলের পরাজয় দেখতে হয়েছে৷ ইনজুরির কারণে তিনি গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেনেগালের বিরুদ্ধে মাত্র ৩০ মিনিট খেলতে পেরেছিলেন৷
আজকের ম্যাচটি বিশ্বকাপে ইংল্যান্ডের ৬৬তম ম্যাচ ছিল৷ আর তারা ১৯৬৬ সালে তাদের একমাত্র বিশ্বকাপটি জিতেছিল৷ শেষবার ২০০৬ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল ইংলিশরা৷
শনিবার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ সুইডেন৷
জেডএইচ/ডিজি (এপি, ডিপিএ)