1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইডি-র দপ্তরে অভিষেক, দিল্লিতে 'ইন্ডিয়া'র বৈঠক

১৩ সেপ্টেম্বর ২০২৩

আসন সমঝোতা নিয়ে দিল্লিতে বৈঠকে বসছেন 'ইন্ডিয়া' জোটের নেতারা। কিন্তু সেখানে থাকতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।

https://p.dw.com/p/4WGn5
অভিষেক বন্দ্যোপাধ্যায়
ইডি দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ছবি: Satyajit Shaw/DW

বুধবার বেলা ১১টা ৩৪ মিনিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দিতে ঢুকেছেন তৃণমূল নেতা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রেপ্তার হওয়ার আশঙ্কা অবশ্য এখন তার নেই। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, অভিষেকের মৌখিক রক্ষাকবচ আছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, ইডি এবিষয়ে আদালতে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল। তাই আলাদা করে অভিষেকের আর রক্ষাকবচের প্রয়োজন নেই।

কিন্তু বুধবার অভিষেককে ইডি-র দপ্তরে ডেকে পাঠানো নিয়ে অন্য রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বস্তুত, এই দিনই দিল্লিতে আসন সমঝোতা নিয়ে বৈঠকে বসছেন 'ইন্ডিয়া' জোটের নেতারা। এ সংক্রান্ত যে কমিটি তৈরি হয়েছে তাতে তৃণমূলের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ইডি তাকে ডেকে পাঠানোয় বৈঠকে তিনি যোগ দিতে পারছেন না।

মঙ্গলবার এনিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন তৃণমূলের দুই মন্ত্রী শশী পাঁজা এবং পার্থ ভৌমিক। পার্থ বলেছেন, ''উনি তদন্তের মুখোমুখি হতে ভয় পান না। বুধবার তা প্রমাণ হয়ে যাবে।'' এবিষয়ে অভিষেক সমাজ মাধ্যমে লিখেছিলেন, ''বুধবার 'ইন্ডিয়া' সমন্বয় কমিটির প্রথম বৈঠক দিল্লিতে। যে কমিটির আমিও একজন সদস্য। কিন্তু ইডি ওই দিনই আমাকে হাজিরা দেওয়ার জন্য নোটিস দিয়েছে। এইমাত্র সেই নোটিস পেলাম। ৫৬ ইঞ্চির ছাতির কাপুরুষতা ও অন্তঃসারশূন্যতা দেখে বিস্মিত না হয়ে পারছি না।''

এদিন ইডি দপ্তরে ঢোকার আগে গাড়ি থেকেই সাংবাদিকদের প্রতি নমষ্কার বিনিময় করেন অভিষেক। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি।

এর আগেও ইডি এবংসিবিআইয়ের তলবে দিল্লি ও কলকাতায় তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক। প্রশ্ন উঠছে, এদিন কি জেনেবুঝেই তাকে তলব করা হলো? বিজেপি নেতা সৌরভ সিকদার ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''ইডি-র তলবের সঙ্গে নির্বাচনকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই। প্রশাসন তার নিজের কাজ করছে। এমন নয়, অভিষেককে এই প্রথম তলব করা হলো। তদন্তের প্রয়োজনে তাকে যে কোনো সময়ই তলব করা হতে পারে।''

আগামী জাতীয় নির্বাচনে বিজেপির নেতৃত্বে এনডিএ জোটের বিরুদ্ধে 'ইন্ডিয়া' জোট তৈরি করেছে বিরোধীরা। তৃণমূল তার অন্যতম অংশ। সেই জোটের আসন সমঝোতা নিয়ে বুধবার দিল্লিতে প্রথম বৈঠক। পশ্চিমবঙ্গে আসন সমঝোতা কীভাবে হবে, তা নিয়ে বহু আলোচনা এবং বিতর্ক হচ্ছে। 'ইন্ডিয়া' জোটে কংগ্রেস এবং সিপিএম আছে। পশ্চিমবঙ্গে তারা আবার শাসকদল তৃণমূলের বিরোধীপক্ষ। ফলে পশ্চিমবঙ্গে কীভাবে জোট সমঝোতা হবে, তার দিকে সকলেরই দৃষ্টি আছে। এদিনের বৈঠকে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্তের সম্ভাবনা ছিল। কিন্তু অভিষেক বৈঠকে যোগ দিতে না পারায় এবিষয়ে এদিন আলোচনার সুযোগ নেই।

এসজি/জিএইচ (পিটিআই)