1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালির সিরি আ-তে প্রথম নারী রেফারি

১ অক্টোবর ২০২২

রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ইটালির প্রথম বিভাগ ফুটবল লিগ সিরি আ-তে মুখোমুখি হবে সাসুয়োলো ও সালেরনিতানা৷ প্রথমবারের মতো একজন নারী রেফারি ম্যাচটি পরিচালনা করবেন৷

https://p.dw.com/p/4HcY8
Italien Fußball Frauen Serie A Schiedsrichterin Maria Sole Ferrieri Caputi
মারিয়া সোলে ফেরিয়েরি কাপুতি৷ছবি: Italy Photo Press/HochZwei/IMAGO

তার নাম মারিয়া সোলে ফেরিয়েরি কাপুতি৷ ইটালির রেফারি এসোসিয়েশন বুধবার এই তথ্য দিয়েছে৷ ৩১ বছর বয়সি কাপুতিকে তার মেধার কারণে নির্বাচন করা হয়েছে বলে জানান রেফারি এসোসিয়েশনের প্রধান আলফ্রেডো ত্রেনতালাঙ্গে৷ ‘‘আমরা কাউকে বিশেষ সুযোগ করে দেইনি৷ মারিয়া সোলে এটা অর্জন করেছেন,'' বলেন তিনি৷

গত মৌসুমে তৃতীয় বিভাগের ম্যাচ পরিচালনা করেছিলেন কাপুতি৷ এরপর এই জুলাই মাসে তাকে শীর্ষ রেফারিদের তালিকায় নিয়ে আসা হয়৷

পুরুষদের খেলায় নারী রেফারির সংখ্যা ক্রমেই বাড়ছে৷ কাতার বিশ্বকাপে তিনজন নারী রেফারি ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত হয়েছেন৷

নারী রেফারিদের মধ্যে সবচেয়ে আলোচিত ফ্রান্সের স্টেফানি ফ্রাপার৷ তিনি ইতিমধ্যে পুরুষদের চ্যাম্পিয়নস লিগ ম্যাচ, ফ্রান্সের লিগ ওয়ান ও বিশ্বকাপ বাছাই ম্যাচ পরিচালনা করেছেন৷

জেডএইচ/কেএম (এএফপি)