1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির বার্লিনালে

Arun Chowdhury১৯ ফেব্রুয়ারি ২০১২

বার্লিন চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বেয়ার জিতল পাওলো এবং ভিত্তোরিও তাভিয়ানি’র ‘‘সেজারে দেভে মোরিরে’’ বা ‘সিজার’কে মরতে হবে’৷ বলা দরকার, তাভিয়ানি ভাইদের বয়স এখন আশির ঘরে৷

https://p.dw.com/p/145jL
Berlin/ Preistraeger der diesjaehrigen Berlinale, Schauspielerin Rachel Mwanza (v.l.) und die Regisseure Vittorio Taviani (r.), Paolo Taviani (2.v.l.) und Christian Petzold posieren am Samstag (18.02.12) in Berlin nach der Verleihung der Berlinale-Baeren der 62. Internationalen Filmfestspiele Berlin (Berlinale) mit ihren Preisen auf der Buehne. Foto: Michael Gottschalk/dapd
Berlinale 2012 Preisträgerছবি: dapd

প্রায় ৫০ বছর ধরে ছবি করছেন৷ ছবির সংখ্যা ২০-এর বেশি৷ মহান ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপীয়ারের ‘জুলিয়াস সিজার' নাটকটি একটি কারাগারে মঞ্চস্থ হচ্ছে: এই হল তাভিয়ানি'দের আধা-তথ্যচিত্রের উপজীব্য৷

পুরস্কার এর আগেও পেয়েছেন তারা৷ ১৯৭৭ সালে তাদের ‘‘পাদ্রে পাদ্রোনে'' ছবিটি কান চলচ্চিত্র উৎসবে গোল্ডেন পাম জেতে৷ তার প্রায় এক দশক পরে তাভিয়ানি'রা ভেনিসে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হিসেবে গোল্ডেন লায়ন পান৷

‘সিজারকে মরতে হবে' ছবিতেও কখনো পাওলো, কখনো ভিত্তোরিও পরিচালনা করেছেন: অন্য সতীর্থের তখন কথা বলার অধিকার নেই৷ ‘তবে টাকাটা আমরা ভাগাভাগি করে নিই,' ঠাট্টা করে বলেছেন ভিত্তোরিও৷

L’enfant d’en haut | Sister Die Nutzungsrechte der aktuellen Filmfotos gelten ausschließlich für die Festivalberichterstattung Für eine Verwendung nach dem 15. März des jeweiligen Festivaljahrgangs müssen die Rechte vom jeweiligen Rechteinhaber eingeholt werden Bei der Verwendung von Fotos in Sozialen Netzwerken ist darauf zu achten, ob das entsprechende Material vom Rechteinhaber für diesen Verwendungszweck freigegeben wurde Die Weitergabe der Fotos an Dritte ist nicht gestattet. Eine Missachtung dieser Vorgabe kann die Sperrung des Zugangs und einen Entzug der Akkreditierung zur Folge haben Cesare deve morire | Caesar Must Die Land: ITA 2011 Regie: Paolo Taviani, Vittorio Taviani Bildbeschreibung: Antonio Frasca, Maurilio Giaffreda Sektion: Wettbewerb Datei: 20125150_5.JPG © Umberto Montiroli
সেরা ছবির একটি দৃশ্যছবি: Umberto Montiroli

কারাগারের পরিবেশ নাকি তাদের শেক্সপীয়ারের নাটকের শক্তি সম্পর্কে নতুন করে সচেতন করে তুলেছে৷ নাটকের অভিনেতারা সবাই ছিল রোম'এর সর্বোচ্চ নিরাপত্তার কারাগার রেবিব্বিয়া'র বন্দি৷ নাটকেও তারা সবাই যে যার নিজের আঞ্চলিক ভাষায় কথা বলেছে৷ তাভিয়ানি ভাইরা ছ'মাস ধরে তাদের রিহার্সাল দিতে দেখেছেন৷ দাগী আসামীদের সঙ্গে প্রায় বন্ধু হয়ে পড়েছেন৷

পাওলো'কে সবচেয়ে নাড়া দিয়েছে ব্রুটাস'এর চরিত্রের অভিনেতাটি৷ সে যেন সত্যিই তার খুনি চরিত্রের যন্ত্রণাটা অনুভব করতে পেরেছে, যা কোনো সাধারণ অভিনেতার পক্ষে করা সম্ভব নয়৷ ‘ব্রুটাস' নাকি তার নিজের অতীতটাকেই অনুভব করতে পারছিল৷ এই কারাগারের অভিনেতাদের সংলাপ দেওয়ার ভঙ্গিটাই নাকি অনেক বেশি আবেগপূর্ণ৷

এইভাবেই শেক্সপীয়ার, রোমের কারাগার আর বার্লিনের চলচ্চিত্র উৎসব এক সূত্রে বাঁধা পড়েছে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: রিয়াজুল ইসলাম 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য