1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইটালি

ইটালিতে প্রধানমন্ত্রীর ইস্তফা, আবার নির্বাচন

২২ জুলাই ২০২২

প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির নেতৃত্বে সরকার গড়তে রাজি হলো না একাধিক প্রধান দল। ফলে দ্রাঘি ইস্তফা দিলেন। পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট সের্গিও মাতারেল্লা।

https://p.dw.com/p/4EUog
মারিও দ্রাঘি ইস্তফা দিলেন।
মারিও দ্রাঘি ইস্তফা দিলেন। ছবি: Andrew Medichini/AP/picture alliance

২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন দ্রাঘি। ইটালিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে নিয়ে ঐক্য সরকার গঠন করেছিলেন তিনি। কিন্তু গত সপ্তাহে ফাইভ স্টার মুভমেন্ট আস্থা ভোটে তাকে সমর্থন করেনি। তখনই দ্রাঘিপদত্যাগ করতে চান। কিন্তু সে সময় প্রেসিডেন্ট তার পদত্যাগপত্র গ্রহণ করেননি। তিনি চেয়েছিলেন, দ্রাঘি অন্য দলকে নিয়ে সরকার গঠন করুন।

কিন্তু বেশ কয়েকটি বড় দল জানিয়ে দেয়, তারা প্রধানমন্ত্রী হিসাবে দ্রাঘিকে সমর্থন করবে না। তখন দ্রাঘি ইস্তফা দেন এবং প্রেসিডেন্ট তা গ্রহণ করেন। পার্লামেন্ট ভেঙে দেন। প্রেসিডেন্ট জানিয়েছেন, ৭০ দিনের মধ্যে পার্লামেন্ট নির্বাচন হবে। সরকারি ব্রডকাস্টার রাই জানিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর জাতীয় নির্বাচন হতে পারে। নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব না নেয়া পর্যন্ত দ্রাঘি কাজ চালাবেন।

ট্রেনে করে কিয়েভ গেলেন শলৎস, মাক্রোঁ, দ্রাঘি

দ্রাঘি প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়ে বলেছেন, তিনি এবং পার্লামেন্টের সব সদ্য ইটালির মানুষদের জন্য কাজ করার চেষ্টা করেছেন। সেই কাজ চালিয়ে নিয়ে যেতে হবে।

মিলানের সাংবাদিক পেরোন ডিডাব্লিউকে বলেছেন, আসন্ন নির্বাচনে প্রচারের মূল বিষয় হবেন অভিবাসীরা। অতি-দক্ষিণপন্থি দলগুলির কাছে প্রায় ৪০ শতাংশ ভোট রয়েছে। তারা রীতিমতো গুরুত্ব দিয়ে বিষয়টি তুলবে।

দ্রাঘি এখনো জনপ্রিয়

গত সপ্তাহে দ্রাঘি ইস্তফা দেয়ার কথা বলার পর রাজনৈতিক কর্মী, চিকিৎসকদের সংস্থা, রাজনৈতিক ও বাণিজ্যিক নেতা এবং সাধারণ নাগরিক দ্রাঘিকে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন।

দ্রাঘি করোনার সময় ইটালিতে ভালো কাজ করেছেন বলে তারা মনে করছেন।

জিএইচ/এসজি (রয়টার্স, এএফপি, ডিপিএ)