1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালি থেকে পিস্তল আনিয়ে একজন গ্রেপ্তার

২২ ফেব্রুয়ারি ২০২২

ইটালি থেকে ডাকে দুটি এইট এমএম পিস্তল এসেছে এক ব্যক্তির নামে৷ পিস্তলগুলো উদ্ধারের ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

https://p.dw.com/p/47OfV
প্রতীকী ছবিছবি: Marvin Recinos/AFP/Getty Images

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, গ্রেপ্তার হওয়া মজুমদার কামরুল হাসান চট্টগ্রাম নগরীর সিজিএস কলোনি এলাকার বাসিন্দা৷ ইতালি থেকে রাজীব বড়ুয়া নামে এক ব্যক্তির পাঠানো পার্সেলটি আগ্রাবাদের আয়কর বিভাগের কর্মচারী কামরুলের ঠিকানায় পাঠানো হয়েছিল৷

সোমবার রাতে নগরীর হালিশহর এলাকায় শ্বশুরবাড়িতে আত্মগোপন করে থাকা অবস্থায় কামরুলকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজকে জানান নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারি কমিশনার আরিফ হোসেন৷ তিনি বলেন,  ‘‘কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক ইটালি থেকে আসা গৃহস্থালি পণ্যের চালান থেকে উদ্ধার করা পিস্তলের গন্তব্য ছিল কামরুলের সিজিএস কলোনির ঠিকানা৷ বন্দর থানার অনুরোধে হালিশহর থানাধীন আই ব্লকের ৬ নম্বর রোডের খালপাড় এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷’’

রোববার পার্সেলে পিস্তল আসার খবর জানাজানি হওয়ার পর শ্বশুর বাড়িতে গিয়ে লুকিয়ে ছিলেন কামরুল৷ রাতেই কামরুলকে বন্দর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে৷

রোববার দুপুরে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ বিদেশি ডাকে ইটালির রোম থেকে আসা চালান পরীক্ষা করে গৃহস্থালি পণ্যের ভেতর চারটি পিস্তল ও ৬০ রাউন্ড কার্তুজ পায়৷ দুটি পিস্তল খেলনা এবং দুটি ছিল আসল৷ 

পরে প্রেরক রাজিব বড়ুয়া ও প্রাপক কামরুল হাসানের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করেছে কাস্টমস কর্তৃপক্ষ৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)   

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান