1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিফ্রান্স

ইউরোপে ‘ইসলামপন্থি সন্ত্রাস' বাড়ছে: মাক্রোঁ

১৮ অক্টোবর ২০২৩

ইউরোপে ইসলামপন্থি সন্ত্রাসের ঝুঁকি বেড়েছে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷

https://p.dw.com/p/4Xg0r
এমানুয়েল মাক্রোঁ ও রামা
আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার সঙ্গে বৈঠক শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁছবি: Albania/Press office of the Prime Minister

মঙ্গলবার আলবেনিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী এডি রামার সঙ্গে বৈঠক করেন মাক্রোঁ৷ রাজধানী তিরানায় এ বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন তিনি৷ তখন এক পর্যায়ে মাক্রোঁ এই প্রসঙ্গে কথা বলেন৷ একদিন আগে ব্রাসেলসে দুই ফুটবল সমর্থককে হত্যার ঘটনাটি ঘটে৷

‘‘আমরা ব্রাসেলসে কাল আবার দেখলাম৷ ইউরোপীয় দেশগুলো ঝুঁকিতে আছে, আর বোঝাই যাচ্ছে ইসলামপন্থি সন্ত্রাস আবারো বেড়েছে,'' বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট৷

‘‘এখানে আমি আমাদের বেলজিয়ান বন্ধুদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি,'' যোগ করেন মাক্রোঁ৷ 

অনলাইনে নিজেকে ইসলামিক স্টেটের সদস্য দাবি করা ৪৫ বছর বয়সি এক ব্যক্তি সোমবার দুই সুইডিশ ফুটবল সমর্থককে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে হত্যা করেন৷

আগের সপ্তাহে প্যারিসের উত্তরাঞ্চলের আরাস এলাকায় ২০ বছর বয়সি এক তরুণ একজন স্কুল শিক্ষকসহ চারজনকে ছুরিকাঘাত করে৷ ঐ শিক্ষক মারা যান৷ ঐ তরুণও নিজেকে ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করে৷

সংবাদ সম্মেলনে ইসরায়েল-গাজা পরিস্থিতি নিয়েও কথা বলেন মাক্রোঁ৷ শিগগিরই ইসরায়েল সফরে যাবেন বলে জানান৷

‘‘যখন সেখানে যুদ্ধ বন্ধ বা মানবিক ইস্যু, অর্থাৎ, পুরো বিষয়টি নিয়ে একটা পরিষ্কার সমঝোতার পরিস্থিতি তৈরি হবে, তখন সেখানে যাবার ইচ্ছে আছে আমার,'' বলেন মাক্রোঁ৷

ইসরায়েলের নিরাপত্তা, সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ এবং শান্তি প্রক্রিয়া ও রাজনৈতিক সমাধান সবকিছুই একটি আরেকটির সঙ্গে যুক্ত বলে মন্তব্য করেন তিনি৷

জেডএ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য