1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোটানেলে যাত্রা শুরু করছে জার্মান ট্রেন

২৯ জুলাই ২০১০

ইউরোপের মূল ভূখণ্ড থেকে সাগরতল দিয়ে যুক্তরাজ্য রুটে দ্রুতগামী আইসিই ট্রেন চলাচল শুরু করতে যাচ্ছে ডয়েচে বান৷ জার্মান রেল সংস্থা একইসঙ্গে জানিয়েছে, মন্দা কাটিয়ে লাভের মুখ দেখতেও শুরু করেছে তারা৷

https://p.dw.com/p/OX4d
ICE, Bahn, ইউরোটানেল, জার্মান, ট্রেন, Train, Germany
ফাইল ছবিছবি: AP

যদিও রেলসেবা নিয়ে এখনো পুরোপুরি সন্তষ্ট নয় জার্মানরা৷ আর এই মাসেই আইসিই-তে ভ্রমণরত অনেকে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ার পর বেশ সমালোচনা সইতে হয় ডয়েচে বানকে৷

মাসের শুরুর কথা৷ প্রচণ্ড গরমে সবার হাঁসফাঁস অবস্থা৷ ওই সময় যারা ভ্রমণ করেছেন ডয়েচে বানের ইন্টার সিটি এক্সপ্রেস ট্রেনে, তাদের মুখে অন্তত জার্মানির রাষ্ট্রায়াত্ত রেল সংস্থার প্রশংসা শোনা যায়নি৷ বরং একসুরে সবাই বলেছেন, ডয়েচে বান যাত্রীদের সুবিধার দিকে নজরই দিচ্ছে না৷ শীতাতপ ব্যবস্থা কাজ না করায় গরমে ভ্রমণরত অর্ধশত লোক তখন অসুস্থ হয়ে পড়েছিলেন৷ এতে বেশ সমালোচনায় পড়ে ডয়েচে বান৷ কেন এমন হলো - তার কারণ খুঁজতে পুলিশও তদন্ত শুরু করে৷ আর এর মধ্যেই ডয়েচে বানের প্রধান রুডিগার গ্রুবে শোনালেন তাঁদের নতুন পরিকল্পনার কথা৷ আর তা বাস্তবায়িত হলে ট্রেনে চেপে লন্ডন যেতে আর ফরাসি ট্রেনের দ্বারস্থ হতে হবে না৷ জার্মানির আইসিই ট্রেনই দ্রুত ইউরোটানেল দিয়ে সরাসরি যাবে যুক্তরাজ্যে৷

বুধবার এক সংবাদ সম্মেলনে গ্রুবে জানালেন, আগামী অক্টোবরেই ইউরোটানেলে ঢুকছে জার্মানির প্রথম ট্রেনটি৷ অবশ্য এটি পরীক্ষামূলক যাত্রা৷ গ্রুবে বললেন, ‘‘গত কয়েক মাস ধরেই এই আলোচনা চলছিলো৷ এখন তা পরিণতির দিকে এগোচ্ছে৷'' বর্তমানে সাগরের তল দিয়ে ইউরোটানেলে চলাচল করছে ইউরোস্টার৷ ৫০ কিলোমিটারের এই পথে রেল চলাচল পরিচালনা করছে ফ্রান্স, যুক্তরাজ্য আর বেলজিয়ামের রেল কর্তৃপক্ষ৷ গ্রুবে জানালেন, সে পথে ডয়েচে বানের কার্যক্রম শুরুতে প্রতিদ্বন্দ্বীদের বিশেষ করে ফরাসি রেল সংস্থা এসএনসিএফের সমর্থনও মিলেছে৷

ডয়চে বানের কার্যক্রম শুরুর বিষয়টি বর্তমানে পর্যালোচনা করছে ইউরোটানেল কর্তৃপক্ষ৷ তারা লন্ডন হয়ে ফ্রাঙ্কফুর্ট এবং আমস্টার্ডাম পর্যন্ত রেল চলাচল শুরু করতে চাইছে৷ গ্রুবে জানালেন, ফ্রাঙ্কফুর্ট থেকে ফ্রান্সের লিঁও ও মার্সেই পর্যন্ত ট্রেন চলাচল শুরুর বিষয়েও এসএনসিএফের সঙ্গে তাদের আলোচনা চলছে৷

লন্ডন রুটে ট্রেন চলাচল শুরুর খবর জানানোর পাশাপাশি আরেকটি সুখবরও দিয়েছেন ডয়েচে বান প্রধান৷ তিনি জানিয়েছেন, মন্দা কাটিয়ে ফের লাভের দিকে যাচ্ছে তাদের ব্যবসা৷ এই বছরের প্রথম ছয় মাসে লাভের পরিমাণ ২৬ শতাংশ বেড়ে ৮৪ কোটি ইউরোতে উন্নীত হয়েছে৷

গ্রুবের এত সব সুখবর সমালোচকদের মুখ বন্ধ করতে কতটা কাজ দেবে, তা সময়ই বলে দেবে৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক