ইউরোটানেলে যাত্রা শুরু করছে জার্মান ট্রেন
২৯ জুলাই ২০১০যদিও রেলসেবা নিয়ে এখনো পুরোপুরি সন্তষ্ট নয় জার্মানরা৷ আর এই মাসেই আইসিই-তে ভ্রমণরত অনেকে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ার পর বেশ সমালোচনা সইতে হয় ডয়েচে বানকে৷
মাসের শুরুর কথা৷ প্রচণ্ড গরমে সবার হাঁসফাঁস অবস্থা৷ ওই সময় যারা ভ্রমণ করেছেন ডয়েচে বানের ইন্টার সিটি এক্সপ্রেস ট্রেনে, তাদের মুখে অন্তত জার্মানির রাষ্ট্রায়াত্ত রেল সংস্থার প্রশংসা শোনা যায়নি৷ বরং একসুরে সবাই বলেছেন, ডয়েচে বান যাত্রীদের সুবিধার দিকে নজরই দিচ্ছে না৷ শীতাতপ ব্যবস্থা কাজ না করায় গরমে ভ্রমণরত অর্ধশত লোক তখন অসুস্থ হয়ে পড়েছিলেন৷ এতে বেশ সমালোচনায় পড়ে ডয়েচে বান৷ কেন এমন হলো - তার কারণ খুঁজতে পুলিশও তদন্ত শুরু করে৷ আর এর মধ্যেই ডয়েচে বানের প্রধান রুডিগার গ্রুবে শোনালেন তাঁদের নতুন পরিকল্পনার কথা৷ আর তা বাস্তবায়িত হলে ট্রেনে চেপে লন্ডন যেতে আর ফরাসি ট্রেনের দ্বারস্থ হতে হবে না৷ জার্মানির আইসিই ট্রেনই দ্রুত ইউরোটানেল দিয়ে সরাসরি যাবে যুক্তরাজ্যে৷
বুধবার এক সংবাদ সম্মেলনে গ্রুবে জানালেন, আগামী অক্টোবরেই ইউরোটানেলে ঢুকছে জার্মানির প্রথম ট্রেনটি৷ অবশ্য এটি পরীক্ষামূলক যাত্রা৷ গ্রুবে বললেন, ‘‘গত কয়েক মাস ধরেই এই আলোচনা চলছিলো৷ এখন তা পরিণতির দিকে এগোচ্ছে৷'' বর্তমানে সাগরের তল দিয়ে ইউরোটানেলে চলাচল করছে ইউরোস্টার৷ ৫০ কিলোমিটারের এই পথে রেল চলাচল পরিচালনা করছে ফ্রান্স, যুক্তরাজ্য আর বেলজিয়ামের রেল কর্তৃপক্ষ৷ গ্রুবে জানালেন, সে পথে ডয়েচে বানের কার্যক্রম শুরুতে প্রতিদ্বন্দ্বীদের বিশেষ করে ফরাসি রেল সংস্থা এসএনসিএফের সমর্থনও মিলেছে৷
ডয়চে বানের কার্যক্রম শুরুর বিষয়টি বর্তমানে পর্যালোচনা করছে ইউরোটানেল কর্তৃপক্ষ৷ তারা লন্ডন হয়ে ফ্রাঙ্কফুর্ট এবং আমস্টার্ডাম পর্যন্ত রেল চলাচল শুরু করতে চাইছে৷ গ্রুবে জানালেন, ফ্রাঙ্কফুর্ট থেকে ফ্রান্সের লিঁও ও মার্সেই পর্যন্ত ট্রেন চলাচল শুরুর বিষয়েও এসএনসিএফের সঙ্গে তাদের আলোচনা চলছে৷
লন্ডন রুটে ট্রেন চলাচল শুরুর খবর জানানোর পাশাপাশি আরেকটি সুখবরও দিয়েছেন ডয়েচে বান প্রধান৷ তিনি জানিয়েছেন, মন্দা কাটিয়ে ফের লাভের দিকে যাচ্ছে তাদের ব্যবসা৷ এই বছরের প্রথম ছয় মাসে লাভের পরিমাণ ২৬ শতাংশ বেড়ে ৮৪ কোটি ইউরোতে উন্নীত হয়েছে৷
গ্রুবের এত সব সুখবর সমালোচকদের মুখ বন্ধ করতে কতটা কাজ দেবে, তা সময়ই বলে দেবে৷
প্রতিবেদন: মনিরুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক