1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যইউরোপ

ইউরোজোনের অর্থনৈতিক মন্দা আশঙ্কার চেয়ে কম

৭ জানুয়ারি ২০২৩

অর্থনৈতিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন৷ কিন্তু নতুন এক জরিপে দেখা গেছে বেসরকারি খাতে ব্যবসায়িক কার্যকলাপ যতটা সংকুচিত হওয়ার আশঙ্কা করা হচ্ছিল, তার চেয়ে কম হয়েছে৷

https://p.dw.com/p/4LqpP
রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে ইউরোজোনে মুদ্রাস্ফীতি এবং জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে।
রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে ইউরোজোনে মুদ্রাস্ফীতি এবং জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে।ছবি: Wolfgang Filser/Zoonar/picture alliance

সম্প্রতি এস অ্যান্ড পি গ্লোবাল তাদের চূড়ান্ত ক্রয় ব্যবস্থাপনা সূচক -পিএমআই প্রকাশ করেছে৷ এতে ডিসেম্বরে ইউরোজোনের সূচক পাঁচ মাসে সর্বোচ্চ ৪৯ দশমিক তিন এ পৌঁছেছে৷ ডিসেম্বর মাসের সূচকের প্রাথমিক পূর্বাভাস ছিল ৪৮ দশমিক আট৷ এস অ্যান্ড পি গ্লোবাল বিশ্বব্যাপী অর্থনীতির নানা দিক নিয়ে গবেষণা তথ্য প্রকাশ করে৷

সূচক ৫০ এর নীচে থাকলে অর্থনৈতিক সংকোচন বোঝা যায়, অন্যদিকে, সূচক ৫০ এর উপরে উঠলে সেটা অর্থনৈতিক প্রবৃদ্ধির আভাস দেয়৷

এস অ্যান্ড পি-এর জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জো হায়েসের মতে,  ‘‘ডিসেম্বরে ইউরোজোনের অর্থনীতির অবনতি অব্যাহত ছিল৷ কিন্তু মন্দার গতি টানা দ্বিতীয় মাস মন্থর হয়েছে৷ এটা ইঙ্গিত করে যে প্রাথমিকভাবে যা আশঙ্কা করা হচ্ছিলো, তার চেয়ে মন্দার প্রভাব অপেক্ষাকৃত মৃদু হতে পারে৷''

অদূর ভবিষ্যতে প্রবৃদ্ধির আশা নেই

রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে ইউরোজোনে মুদ্রাস্ফীতি এবং জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে।

জার্মানি, ফ্রান্স, ইটালি ও স্পেনসহ বেশ কয়েকটি শক্তিশালী অর্থনীতির দেশে উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং সেবা সংস্থাগুলোর ওপর সমীক্ষা চালিয়েছে এস অ্যান্ড পি৷ বিক্রয়, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্যের মতো বিষয়গুলোও এতে বিবেচনায় নেয়া হয়েছে৷

নতুন সমীক্ষার ফল ইউরোজোনে পূর্বাভাসের চেয়ে সামান্য ভালো অর্থনৈতিক চিত্র দেখিয়েছে। কিন্তু হায়েস মনে করেন, ‘‘শিগগিরই ইউরোজোনের অর্থনীতি অর্থবহ ও স্থিতিশীল প্রবৃদ্ধির দিকে ফিরে আসবে, এমনটা বলার কোনো সুযোগ দেখছি না৷’’

এডিকে/এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য