1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো ২০২৪ : স্লোগান দেয়ায় আলবেনিয়ার ডাকুর শাস্তি

২৪ জুন ২০২৪

সার্বিয়া জানিয়েছিল, ডাকুর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ইউরো ২০২৪-এর বাকি ম্যাচগুলো না খেলে দেশে ফিরে যাবে তারা৷আলবেনিয়ার ফরোয়ার্ড মিরলিন্ড ডাকুকে ইতিমধ্যে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা৷

https://p.dw.com/p/4hQxU
মেগাফোন হাতে উগ্র জাতীয়তাবাদী স্লোগান দিচ্ছেন ডাকু
৷আলবেনিয়ার ফরোয়ার্ড মিরলিন্ড ডাকু দুই ম্যাচের জন্য নিষিদ্ধছবি: Sergei Mikhailichenko/SOPA Images/Sipa USA/picture alliance

রবিবার ইউরোপিয়ান ইউনিয়ন ফুটবল অ্যাসেসিয়েশন (উয়েফা)-র এক কর্মকর্তা ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে  মেগাফোন হাতে নিয়ে উগ্র জাতিয়তাবাদী স্লোগান দেয়ায় ডাকুর বিরুদ্ধে এ শাস্তির কথা জানান৷

এবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে মাঠে একটু বেশি অনভিপ্রেত ঘটনা দেখার আশঙ্কা নিয়ে৷ কারণ, চলতি আসরে অংশ নিচ্ছে বলকান অঞ্চলের সবচেয়ে বেশি দেশ৷ সার্বিয়া, ক্রোয়েশিয়া এবং স্লোভেনিয়া এক সময় ছিল সাবেক জুগোস্লাভিয়ার অংশ৷ এছাড়া আলবেনিয়াও বাছাই পর্ব পার হওয়ায় চূড়ান্ত পর্বে এই চার দেশের কিছু ম্যাচে কিছু অপ্রীতিকর ঘটনা যে ঘটতে পারে তা অনেকেরই অনুমানে ছিল৷

‘অপ্রীতিকর' ঘটনার কারণে আলবেনিয়া শিরোনামে আসে ইউরো ২০২৪ শুরুর সঙ্গে সঙ্গেই৷ সমর্থকরা আপত্তিকর এবং উত্তেজক বার্তা বিনিময় করায় আলবেনিয়াকে ১০ হাজার ইউরো জরিমানা করে উয়েফা৷

এছাড়া ক্রোয়েশিয়ার সঙ্গে নিজেদের প্রথম ম্যাচের দিন ডাকুর স্লোগান ও সমর্থকদের আতশবাজি, মাঠে প্রবেশসহ আরো কিছু ঘটনার কারণে মোট ৪৭ হাজার ইউরো (প্রায় ৫০ হাজার ডলার) জরিমানা করা হয়৷সমর্থকদের উশৃঙ্খলতার জন্য ক্রোয়েশিয়াকেও ২৮ হাজার ইউরো জরিমানা করে উয়েফা৷

তবে খেলোয়াড় হয়েও ইউরোর মতো আসরে মেগাফোন হাতে উগ্র স্লোগান দেয়ায় সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন মিরলিন্ড ডাকু৷ ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচ শেষে ‘‘হত্যা করো, সার্বদের হত্যা করো''সহ আরো কিছু উগ্র জাতীয়তাবাদী স্লোগান দেয়া ডাকু অবশ্য ইতিমধ্যে আবেগপ্রবণ হয়ে এমন আচরন করায় ক্ষমা চেয়েছেন৷সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘‘আর দশজন ফুটবলারের মতো আমারও কিছু মুহূর্তে আবেগ অন্য মাত্রায় চলে যায়৷বিষয়টি যারা মাঠে যান, তারাই ভালো বুঝতে পারবেন৷জাতীয় দলের হয়ে খেলার অনুভূতি এবং এমন সব সমর্থক, যারা আমাদের অপরিমেয় ভালোবাসা দেয়, তাদের জন্য খেলার অনুভূতি ভাষায় প্রকাশ করা খুব কঠিন৷''

মিরলিন্ড ডাকু এর আগে ছিলেন কসভোর খেলোয়াড়৷ এক বছর আগে আলবেনিয়ার হয়ে খেলতে শুরু করেন তিনি৷

এসিবি/ কেএম(এপি, ডিপিএ, রয়টার্স)