1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো এলাকায় বেকারত্ব ১০ বছরের মধ্যে শীর্ষে

৬ জুলাই ২০০৯

যুদ্ধোত্তর ইউরোপের সবচেয়ে বড় চলমান এই মন্দায় বহু চাকরি হারানোর ঘটনায় ইউরো এলাকায় বেকারত্বের রেকর্ড ১০ বছরের মধ্যে শীর্ষে পৌঁছেছে৷

https://p.dw.com/p/Ihrw
ছবি: AP

সম্প্রতি প্রাপ্ত ইইউ-এর তথ্য অনুসারে এই জোনের ১৬টি দেশে মে মাসে বেকারত্বের হার দাঁড়িয়েছে নয় দশমিক পাঁচ শতাংশে৷

ইউরোপীয়ান ইউনিয়নের ইউরোস্ট্যাট তথ্য সংস্থার হিসেব অনুসারে, মে মাসে ইউরোজোনে প্রায় পৌনে তিন লাখ চাকরি হারানোতে বেকারত্ব ১৯৯৯ এর পর সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে৷

আইএইচএস গ্লোবাল ইনসাইট নামের একটি পরামর্শদাতা প্রতিষ্ঠানের অর্থনীতিবিদ হাওয়ার্ড আরচার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ব্যাপক অর্থনৈতিক সংকোচন, ব্যবসায় আস্থা সংকট এবং মুনাফা পতনের কারণে এই অঞ্চলে হু হু করে বাড়ছে বেকারত্ব৷

ইউরোজোনসহ ইইউর ২৭ টি দেশে মে মাসে বেকারত্বের হার দাঁড়ায় আট দশমিক নয় শতাংশে৷ যা ২০০৫ সালের জুন মাসের পর সর্ব্বোচ্চ৷ ইইউতে মে মাসে চাকরি গেছে তিন লাখ ৮৫ হাজার মানুষের৷ ইউরোস্ট্যাটের হিসেব মতে, ইইউতে মে মাসে মাট বেকার ছিল দুই কোটি ১৫ লাখ৷ এর মধ্যে দেড় কোটিই ইউরো এলাকার৷

গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকনোমিকস এর জেনিফার ম্যাককিওন আশঙ্কা, বেকারত্ব আগামী বছর ১২ শতাংশ ছুঁতে পারে৷ আরচারও ২০১০ এর আগে পরিস্থিতির উন্নতি দেখছেন না৷

প্রতিবেদক: নাসিরুদ্দিন খোকন, সম্পাদনা: সঞ্জীব বর্মন