1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনের শরণার্থী শিশুদের জন্য জার্মান স্কুলগুলোর প্রস্তুতি

১৭ মার্চ ২০২২

যুদ্ধের কারণে ইউক্রেন থেকে জার্মানিতে আসা শরণার্থীদের অর্ধেকই স্কুল শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে৷ তাদের লেখাপড়ার সুব্যবস্থার প্রস্তুতি নেয়া হচ্ছে৷

https://p.dw.com/p/48bwZ
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি: Jens Kalaene/picture alliance/dpa

জার্মানির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সংগঠন ভিবিই-র কেন্দ্রীয় চেয়ারম্যান উডো বেকমান ডয়চে ভেলেকে জানান, ‘‘জার্মানির রাজ্য কর্তৃপক্ষগুলো দেখছে, শরণার্থী শিশুর সংখ্যা ধারণার চেয়েও বেশি৷ তাই তারা এখন ক্লাসরুম খালি আছে এমন স্কুল এবং জার্মান ভাষা শেখাতে পারে এমন শিক্ষক খুঁজছে৷''

কিন্তু করোনা শুরুর আগে থেকেই জার্মানিতে স্কুল শিক্ষকেরসংকট ছিল৷ করোনার কারণে শিক্ষকদের মধ্যে অসুস্থতাজনিত ছুটি নেয়া বেড়েছে৷ বর্তমানে প্রায় ১০ শতাংশ শিক্ষক এমন ছুটিতে থাকছেন বলে জানা গেছে৷ ফলে শিক্ষকের অভাব আরো প্রকট হয়েছে৷ ‘‘এতে চ্যালেঞ্জ দ্বিগুন হয়েছে৷ স্কুলে এমনিতেই শিক্ষক কম আছে৷ তার উপর শরণার্থী শিশুদের ভর্তি করতে হচ্ছে,'' বলেন বেকমান৷

আরেকটি সম্ভাব্য চ্যালেঞ্জ হচ্ছে, যুদ্ধের কারণে ট্রমায় আক্রান্ত শরণার্থী শিশুদের কাউন্সেলিং করা৷ ‘‘এটা স্বল্পমেয়াদি সমস্যা নয়,'' মন্তব্য করে জার্মান এডুকেশন ইউনিয়নের অন্তর্ভুক্ত শিক্ষক সংগঠনের নেতা আনিয়া বেনসিঙ্গার-স্টোলৎস দাবি করেন, ‘‘স্কুলের মনোবিদ কিংবা এ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্তদের দিয়ে তাদের মানসিক সহায়তা দিতে হবে৷''

আমলাতান্ত্রিক বাধা এড়িয়ে শরণার্থী শিশুদের দ্রুত স্কুলে ভর্তি করতে বলছেন বিশেষজ্ঞরা৷

জার্মানির বাজারে তেল, চাল, গমের সংকট

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বেটিনা স্টার্ক-ভাটসিঙ্গার ইউক্রেনীয় শরণার্থীদের মধ্যে থাকা শিক্ষকদের জার্মানির স্কুল ও ডেকেয়ার সেন্টারে নিয়োগের পরামর্শ দিয়েছেন৷ এর ফলে শিক্ষকের অভাব সমস্যার একটা দ্রুত সমাধান হবে বলে মনে করছেন তিনি৷

শরণার্থীদের আশ্রয় দিতে স্টেশনে উপস্থিত বার্লিনবাসী

কিন্তু শরণার্থীদের মধ্যে কতজন শিক্ষক আছেন তার কোনো বিশ্বস্ত পরিসংখ্যান নেই৷ এছাড়া তাদের যোগ্যতার ভিত্তিতে জার্মানিতে কাজ করতে দেয়া যাবে কিনা, সেটাও আলোচনাসাপেক্ষ৷ তাই শিক্ষামন্ত্রীর এমন প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছেন জার্মানির শিক্ষকদের সংগঠনের সভাপতি হাইনৎস-পেটার মাইডিঙ্গার৷ এটা কোনো টেকসই সমাধান নয় বলে মনে করছেন তিনি৷ বরং জার্মানির অবসর নেয়া শিক্ষকদের কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি৷

২০১৫ ও ২০১৬ সালে সিরিয়া থেকে অনেক শরণার্থী আসার পর শিশুদের জার্মান ভাষা ও জার্মানি সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য দেয়ার জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়েছিল৷’’

এই মৌলিক অবকাঠামো আবারও দ্রুত শুরু করা যেতে পারে,'' বলে মনে করেন ভিবিই-র কেন্দ্রীয় চেয়ারম্যান উডো বেকমান৷ ইউক্রেন থেকে আসা তরুণ শরণার্থীদের মধ্যে যাদের বয়স ১৬ বছরের বেশি তাদের জন্য বার্লিনে ৫০টি বিশেষ ‘ওয়েলকাম ক্লাসের’ ব্যবস্থা করা হয়েছে৷

রালফ বোজেন/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য