1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনের রাজধানীর উপর আরো ড্রোন হামলা

৫ মে ২০২৩

গত কয়েক দিনে কিয়েভের উপর রাশিয়ার হামলা বেড়ে গেছে৷ প্রেসিডেন্ট জেলেনস্কি ন্যাটোয় যোগদান ও রুশ প্রেসিডেন্ট পুটিনের বিচার সম্পর্কে আশা প্রকাশ করেছেন৷ মস্কো ক্রেমলিনে হামলার জন্য ওয়াশিংটনকে দায়ী করছে৷

https://p.dw.com/p/4QvyI
ছবি: Alex Babenko/AP/dpa/picture alliance

বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেনের রাজধানী কিয়েভের উপর রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে৷ এই নিয়ে গত কয়েক দিনে চার বার এমন হামলা ঘটলো৷ শহর ও উপকণ্ঠের মানুষকে সতর্ক করে এয়ার রেড শেল্টারে আশ্রয় নেবার পরামর্শ দেওয়া হয়েছিল৷ সন্ধ্যা আটটার ঠিক পরেই প্রায় ২০ মিনিট ধরে হামলা চলে৷ শহরের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ ইউক্রেনের বিমানবাহিনী নিজস্ব একটি ড্রোনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে ধ্বংস করে দিয়েছে৷ বৃহস্পতিবার ইউক্রেনের পূর্ব ও দক্ষিণেও প্রায় ৫০টি ড্রোন হামলা ঘটেছে৷ তাছাড়া ৬৬টি বিমান হামলা ও ৩৩টি জায়গায় কামানের গোলা নিক্ষেপ করেছে বলে ইউক্রেন দাবি করছে৷

এদিকে বুধবার ভোরে ক্রেমলিনের উপর ড্রোন বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে জটিলতা বাড়ছে৷ রাশিয়া এই হামলার দায় প্রথমে ইউক্রেনের উপর চাপানোর পর বৃহস্পতিবার সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রেসি়ডেন্ট ভ্লাদিমির পুটিনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছে৷ পুটিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, যে অ্যামেরিকার নির্দেশে ইউক্রেন এই হামলা চালিয়েছে৷ জরুরি তদন্তের পর ভেবেচিন্তে এই হামলার জবাব দেওয়া হবে বলে তিনি জানান৷ ওয়াশিংটন ও কিয়েভ এমন অভিযোগ অস্বীকার করেছে৷ শুক্রবার পুটিন রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের পূর্বনির্ধারিত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করবেন৷

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে গিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য নতুন ট্রাইবুনাল গঠনের উদ্যোগের ঘোষণা করেন৷ তিনি যুদ্ধাপরাধের জন্য রুশ প্রেসিডেন্ট পুটিনের বিচারের প্রয়োজনীয়তা তুলে ধরেন৷ জেলেনস্কি বলেন, ইউক্রেনের ১৯৯১ সালের সীমানা থেকে রাশিয়াকে বিতাড়িত করতে গোটা সমাজ প্রস্তুত৷

যুদ্ধ শেষ হবার পর ইউক্রেন সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে পারবে বলে জেলেনস্কি আশা প্রকাশ করেন৷ যুদ্ধের মাঝে যে সেটা সম্ভব নয়, ইউক্রেনের প্রেসিডেন্ট তা স্বীকার করে নেন৷ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডে ক্রো-র সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই মাসে ন্যাটোর শীর্ষ সম্মেলনের আগেই ন্যাটোর বেশ কয়েকটি সদস্য দেশ তাঁকে ইতিবাচক বার্তা পাঠিয়েছে৷ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীও যুদ্ধের পর ইউক্রেনের সেই আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানান৷ তিনি ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের বিষয়ে আলোচনার কথা জানান৷

আগামী ১৮ই মে ইউক্রেন ও রাশিয়ার কৃষিজাত পণ্য রপ্তানি সংক্রান্ত বোঝাপড়ার মেয়াদ শেষ হবার আগেই সেই ব্যবস্থা চালু রাখতে আরও জোরালো কূটনৈতিক উদ্যোগ দেখা যাচ্ছে৷ তুরস্ক, রাশিয়া, ইউক্রেন ও জাতিসংঘের বিশেষজ্ঞরা শুক্রবার বিষয়টি নিয়ে আলোচনা করছেন৷ বিশ্বে খাদ্য সংকট এড়াতে জাতিসংঘের এই উদ্যোগ চালু রাখাতে রাশিয়া একাধিক শর্তের এক তালিকা পেশ করেছে৷

এসবি/এসিবি (রয়টার্স, ডিপিএ)