1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনের প্রতি অটুট সমর্থনের আশ্বাস জার্মানির

১ নভেম্বর ২০২২

সোমবার জার্মান চ্যান্সেলর ইউক্রেনের প্রেসিডেন্টকে জার্মানির লাগাতার সহায়তার আশ্বাস দিয়েছেন৷ রাশিয়ার হামলা প্রতিহত করতে জার্মান এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি৷

https://p.dw.com/p/4IuYC
Ukraine Krieg | Russischer Raketenangriff auf Kiew
ইউক্রেনের রাজধানী কিয়েভে খাবার পানির জন্য নগরবাসীদের দীর্ঘ লাইনছবি: Gleb Garanich/REUTERS

সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভের উপর রাশিয়ার হামলার ফলে পানি ও বিদ্যুৎ সরবরাহে ব্যাপক বিঘ্ন ঘটেছে৷ কিন্তু জার্মানি থেকে পাঠানো এয়ার ডিফেন্স সিস্টেম না থাকলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেশি হতে পারতো বলে মনে করছেন শহরের মেয়র ভিতালি ক্লিচকো৷ ডিডাব্লিউ-র সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি ইউক্রেনের প্রতি সহায়তা চালিয়ে যাবার অনুরোধ করেন৷

‘আইরিস টি' নামের জার্মান সুরক্ষা প্রণালীর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কিও জার্মানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ দৈনিক ভিডিও বার্তায় তিনি বলেন, এই প্রণালী ব্যবহার করে রাশিয়ার ছোড়া প্রায় ৫০টি ক্রুজ মিসাইলের মধ্যে ৪৫টি ধ্বংস করা সম্ভব হয়েছে৷ উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানোর ক্ষেত্রে জার্মানির দ্বিধা-দ্বন্দ্বের কারণে জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করে এসেছেন৷ কিন্তু বর্তমানে জার্মানির সহায়তা সম্পর্কে ইউক্রেনে তেমন কোনো সংশয় দেখা যাচ্ছে না৷

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ইউক্রেনের জন্য রাজনৈতিক, আর্থিক, মানবিক ও সামরিক সহায়তা চালিয়ে যাবার অঙ্গীকার করেছেন৷ সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলে শলৎস এই আশ্বাস দিয়েছেন৷ তিনি ইউক্রেনের অবকাঠামোর উপর রাশিয়ার লাগাতার হামলার তীব্র নিন্দা করেন৷ অবকাঠামো পুনর্নিমাণের ক্ষেত্রে জার্মানির সহায়তা চেয়েছেন জেলেনস্কি৷ ইউক্রেন ‘ডার্টি বম্ব' বা তেজস্ক্রিয় উপাদান দিয়ে বোমা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে রাশিয়া যে অভিযোগ করেছে, জার্মান চ্যান্সেলর তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন৷ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই এ বিষয়ে যাবতীয় সংশয় দূর করা সম্ভব বলে শলৎস জেলেনস্কির সঙ্গে একমত পোষণ করেন৷ আইএইএ দ্রুত তদন্তের রিপোর্ট পেশ করার আশ্বাস দিয়েছে৷

শলৎস ও জেলেনস্কির টেলিফোন আলোচনার সম্পূর্ণ বয়ান প্রকাশ করা হয় নি৷ জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন হেবেস্ট্রাইট সংলাপের মূল বিষয়গুলি তুলে ধরেন৷ বিশেষ করে ইউক্রেনের ঐক্য, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় জার্মানির সমর্থনের উপর জোর দেন তিনি৷ তাছাড়া জাতিসংঘের কাঠামোর আওতায় ইউক্রেন থেকে শস্য রপ্তানি কার্যকর করা এবং আরও বড় আকারে সেই কর্মযজ্ঞ চালানোর পক্ষে শলৎস সমর্থন জানিয়েছেন৷

ইউক্রেন জার্মানিসহ পশ্চিমা দেশগুলির কাছে আরও অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের ডাক দিচ্ছে৷ বিশেষ করে রাশিয়ার লাগাতার হামলা প্রতিহত করতে দ্রুত এয়ার ডিফেন্স সিস্টেমের মতো রক্ষণাত্মক প্রণালীর প্রয়োজন রয়েছে৷ জার্মানি অবিলম্বে একটি ‘আইরিস টি' ইউনিট পাঠাতে পারলেও বাকিগুলি সরবরাহ করতে আরও সময় চেয়েছে৷ সেইসঙ্গে ব্যাটেল ট্যাংক সরবরাহের জন্যও জার্মানির উপর চাপ বজায় রেখেছে ইউক্রেন৷

এসবি/কেএম (ডিপিএ, রয়টার্স)