ইউক্রেনে ২০ হাজার রুশ সেনার মৃত্যু, দাবি অ্যামেরিকার
২ মে ২০২৩গোয়েন্দা রিপোর্ট উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, ''অর্ধেক মৃত্যু হয়েছে বাখমুত শহর দখল করতে গিয়ে। তারা বেশিরভাগই ওয়াগনার বাহিনীর সদস্য।'' ইউক্রেনে রাশিয়ার সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই ওয়াগনার বাহিনীও লড়ছে।
গতবছর থেকে রাশিয়া এই ছোট শহর দখল করার চেষ্টা করছে। সেখানে ভয়ংকর লড়াই এখনো চলছে। মস্কো এখন বাখমুতের অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে। ইউক্রেনের সেনা শহরের পশ্চিমদিকে একটা ছোট এলাকা দখল করে আছে।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, তারা বাখমুতে যত বেশি সম্ভব রুশ সেনাকে মারতে চাইছেন। তাহলে রাশিয়ায় রিজার্ভে থাকা সেনাদলে টান পড়বে।
কিরবি বলেছেন, ''রাশিয়া বাখমুত দখল করে ডনবাসে ব্যাপক আক্রমণ চালাবার পরিকল্পনা করেছিল। তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। আমাদের হিসাব, ডিসেম্বর থেকে রাশিয়ার এক লাখ সেনা হতাহত হয়েছেন। তার মধ্যে মৃতের সংখ্যা ২০ হাজার।''
কিরবির বক্তব্য, ''রাশিয়া যে আক্রমণ করার চেষ্টায় ছিল, তা ব্যর্থ হয়েছে। তাদের বিপুল ক্ষতি হয়েছে। প্রচণ্ড লড়াই হয়েছে। আমি ইউক্রেনের ক্ষতির হিসাব দিচ্ছি না। কারণ, তারা রাশিয়ার আক্রমণ প্রতিহত করছে।''
ওয়াগনার বাহিনী নিয়ে
ওয়াগনার হলো অ-সরকারি সেনা, মূলত শাস্তিপ্রাপ্ত অপরাধীদের নিয়ে এই বাহিনী তৈরি করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে তারা খুবই দক্ষ, একইসঙ্গে নির্মম। তারাই বাখমুতের অনেকটা দখল করতে পেরেছে। সেই ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোঝিন সম্প্রতি এক রুশ ব্লগারকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যদি তাকে গুলিগোলা দিয়ে সাহায্য না করে, তাহলে তিনি বাখমুত থেকে বাহিনী সরিয়ে নেবেন। তাদের তিনি মালিতে পাঠিয়ে দেবেন।
ওয়াগনার-কর্তা বলেছেন, রাশিয়া তার নাগরিকদের কাছে মিথ্যা কথা বলছে। মানুষকে যা সত্যি তা বলা উচিত। তিনি ইউক্রেনের সেনাকে প্রশংসা করে বলেছেন, তারা ঠিক কৌশল নিচ্ছে।
ইউক্রেনের এক সেনা কর্তা বলেছেন, বাখমুতে তারা পাল্টা আক্রমণ করে কিছু জায়গা থেকে রুশ সেনাদের হঠাতে পেরেছেন। তবে পরিস্থিতি এখনো বেশ কঠিন।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)