ইউক্রেনে সংঘাতের মাঝে ওয়াশিংটনে শলৎস
৩ মার্চ ২০২৩ইউক্রেনের বাখমুত শহরের উপর রাশিয়া অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে৷ ইউক্রেনের সেনাবাহিনীর এক ডেপুটি কমান্ডার রেডিও সাক্ষাৎকারে বলেছেন, নিজেদের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি উপেক্ষা করেও রুশ বাহিনী আক্রমণ চালিয়ে যাচ্ছে৷ তার দাবি, প্রত্যেক মিটার দখল করার মূল্য হিসেবে কয়েক'শ রুশ সৈন্যকে প্রাণ দিতে হচ্ছে৷ শুধু বাখমুত নয়, পূবের পাঁচটি সেক্টরে রাশিয়া ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে বলে ইউক্রেনের সামরিক সূত্রে জানানো হয়েছে৷ ইউক্রেনের মতে, বাখমুত শহরের তেমন কৌশলগত গুরুত্ব না থাকা সত্ত্বেও রুশ বাহিনীকে যতটা সম্ভব কাহিল করতে প্রতিরোধ চালিয়ে যাওয়া হচ্ছে৷
জোরালো প্রতিরোধ সত্ত্বেও গোলাবারুদের অভাব ইউক্রেনের সেনাবাহিনীর জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে৷ পশ্চিমা বিশ্ব থেকে উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জাম পেলেও বিশাল সংখ্যক রুশ সৈন্যদের মোকাবিলা করতে যে পরিমাণ গোলাবারুদ প্রয়োজন, সেই পরিমাণ উৎপাদন ও সরবরাহ করা এখনো সম্ভব হয়ে উঠছে না৷ অ্যামেরিকা ও ইউরোপ সেই অভাব মেটাতে উদ্যোগ নিলেও তার সুফল পেতে কিছু সময় লাগবে৷
ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকেও ইউক্রেনের জন্য সহায়তা নিয়ে আলোচনা হবে৷ মার্কিন প্রশাসন ৪০ কোটি ডলার মূল্যের নতুন সামরিক সহায়তার ঘোষণা করতে চলেছে৷ সেই প্যাকেজের আওতায় ইউক্রেন জিএমএলআরএস নামের রকেট সিস্টেম, হাইমার্স লঞ্চার, ব্র্যাডলি ফাইটিং ভেহিকেলের গোলাবারুদসহ আরও কিছু সরঞ্জাম দেওয়া হবে৷ উল্লেখ্য, রাশিয়ার হামলা শুরু হবার পর থেকে ওয়াশিংটন কিয়েভকে প্রায় ৩,২০০ কোটি মূল্যের সামরিক সহায়তা দিয়েছে৷
বাইডেন ও শলৎস ইউক্রেন যুদ্ধে চীনের ভূমিকা নিয়েও আলোচনা করবেন৷ চীন রাশিয়াকে সামরিক সহায়তা দিতে পারে বলে যে আশঙ্কা দেখা দিচ্ছে, তার পরিপ্রেক্ষিতে সম্ভাব্য পালটা পদক্ষেপের প্রস্তুতির রূপরেখা স্থির করতে পারেন দুই নেতা৷ বাইডেন প্রশাসন সহযোগী দেশগুলির সঙ্গে চীনের উপর সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে আলাপ-আলোচনা করছে৷ চীন অবশ্য এমন সহায়তার অভিযোগ অস্বীকার করছে৷
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে শলৎস শেষবার ওয়াশিংটন সফরে এসেছিলেন৷ ইউক্রেনের জন্য সামরিক সহায়তার প্রশ্নে বাইডেনের সঙ্গে সমন্বয় সত্ত্বেও ব্যাটেল ট্যাংকের বিষয়ে দুই দেশের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছিল৷ তবে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য সত্ত্বেও শলৎস ও বাইডেন অদূর ভবিষ্যতে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন৷ শলৎসের মুখপাত্র স্টেফেন হেবেস্ট্রাইট জানিয়েছেন, দুই নেতা সহযোগীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইউক্রেনের জন্য সহায়তা চালিয়ে যেতে বদ্ধপরিকর৷ ভবিষ্যতে ইউক্রেনের জন্য নিরাপত্তার গ্যারেন্টির বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছেন শলৎস৷ জার্মান সংসদে এক ভাষণে তিনি বলেন, সে বিষয়ে কিয়েভ ও অন্যান্য সহযোগীদের সঙ্গে আলোচনা চলছে৷
মার্কিন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালাইভ্যান এবিসি নেটওয়ার্ককে বলেছেন, যে ইউক্রেনের দুই প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ অ্যামেরিকা ও জার্মানির মধ্যে ব্যাটেল ট্যাংক সরবরাহ নিয়ে উত্তেজনার উল্লেখ করেন৷ সালাইভান বলেন, মার্কিন প্রেসিডেন্ট অ্যাব্রামস ট্যাংক পাঠাতে রাজি না হওয়া পর্যন্ত জার্মানিও লেওপার্ড ট্যাংক পাঠাতে নারাজ ছিল৷ জার্মানি অবশ্য সালাইভানের বক্তব্য মানতে অস্বীকার করেছে৷ শুক্রবার শীর্ষ বৈঠকে বিষয়টির নিষ্পত্তির আশা করা হচ্ছে৷
এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)