1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউত্তর অ্যামেরিকা

ইউক্রেন সংকট: চীনকে কড়া হুমকি অ্যামেরিকার

১৫ মার্চ ২০২২

সাত ঘণ্টা ধরে বৈঠক হয়েছে চীন এবং অ্যামেরিকার। রাশিয়াকে সাহায্য করলে চীনকে কড়া শাস্তির হুমকি দিল অ্যামেরিকা।

https://p.dw.com/p/48U04
চীন-অ্যামেরিকা
ছবি: Filippo Monteforte/AFP/Getty Images

সোমবার রোমে প্রায় সাত ঘণ্টা বৈঠক হয়েছে মার্কিন কর্মকর্তা জেক সুলিভানের সঙ্গে চীনের কর্মকর্তা ইয়াং জিয়েছির। সুলিভান প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা উপদেষ্টা। ইয়াং চীনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা।

ওয়াশিংটন জানিয়েছে, দুই দেশের মধ্যে 'ইনটেন্স' বা টান টান আলোচনা হয়েছে। রাশিয়ার ইউক্রেন অভিযান নিয়েই মূলত কথা হয়েছে। এবং সেখানে অ্যামেরিকা নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। তারা জানিয়েছে, চীন যদি রাশিয়াকে সাহায্য করে, তাহলে তার ফল মারাত্মক হবে। চীনকে কঠিন শাস্তির মুখে পড়তে হবে। বৈঠক নিয়ে ওয়াশিংটনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, 'বেজিং যেভাবে মস্কোকে সাহায্য করছে, তা নিয়ে আমাদের স্পষ্ট অবস্থান চীনকে জানিয়েছি। এর ফলে শুধু অ্যামেরিকার সঙ্গে নয়, পিআরসি-র সঙ্গে বিশ্বের অধিকাংশ দেশের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছাবে।' পিআরসি বলে এখানে পিপলস রিপাবলিক অফ চায়না বোঝানো হয়েছে।

অ্যামেরিকার অভিযোগ, ইউক্রেন অভিযানে রাশিয়ার দিকে সরাসরি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চীন। রাশিয়া তাদের কাছে সেনা এবং অস্ত্র সাহায্য চেয়েছে। যদিও চীন এবং রাশিয়া দুই দেশই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। চীনের বক্তব্য, অ্যামেরিকা এবং ন্যাটো ঠান্ডা লড়াইয়ের সময়ের মনোভাব নিয়ে বসে আছে। সে কারণেই সংঘাত বাড়ছে। অ্যামেরিকা সে কথা মানতে নারাজ। তবে সোমবার চীন এবং অ্যামেরিকার বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

সাবেক ডেপুটি প্রধানমন্ত্রীর বোমা

ক্রেমলিনের সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী এবং একসময়ের অর্থনৈতিক উপদেষ্টা আরকাদি দভরকোভিচও ইউক্রেন অভিযান নিয়ে কড়া অবস্থান নিয়েছেন। তিনি সরাসরি এটিকে 'যুদ্ধ' বলে ঘোষণা করেছেন। বস্তুত, রাশিয়া একে যুদ্ধ বলছে না। বিশেষ সেনা অপারেশন বলছে। দভরকোভিচ জানিয়েছেন, কোনো যুদ্ধই অভিপ্রেত নয়। সাম্প্রতিক সময়ের পরিপ্রেক্ষিতে তিনি ইউক্রেনের মানুষের পাশে আছেন বলে জানিয়েছেন তিনি। এই প্রথম রাশিয়ার কোনো উচ্চপদস্থ কর্মকর্তা প্রকাশ্যে এমন কথা জানালেন।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)