1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেন যুদ্ধে আক্রান্তদের সহায়তা করছে যে অ্যাপ

২৬ সেপ্টেম্বর ২০২২

তথ্য প্রযুক্তির প্রয়োগ হয় না এমন কোনো ক্ষেত্র বোধহয় অবশিষ্ট নেই৷ ইউক্রেন যুদ্ধেও একটি অ্যাপ রুশ হামলা প্রতিহত করতে কার্যকর ভূমিকা রাখছে৷ যুদ্ধের পরেও সেটি নানা জরুরি পরিস্থিতিতে কাজে লাগানো যাবে৷

https://p.dw.com/p/4HKnb
Ukraine-Krieg | zerstörte Panzerfahrzeugen am Flussufer | zerstörte Pontonbrücken
ছবি: Ukrainian Presidential Press Office via AP/picture alliance

২০২২ সালের মে মাসে ইউক্রেন একটি মাত্র হামলায় একটা গোটা রুশ ব্যাটেলিয়নকে পরাজিত করেছিল৷ সেই হামলায় প্রায় ৫০০ রুশ সৈন্য নিহত হয়েছিল৷ তাদের যান ও দামী সরঞ্জাম ধ্বংস হয়ে গিয়েছিল৷

ইউক্রেনীয় প্রোগ্রামার ও ব্রিটেনের ডিজিটাল ম্যাপিং কোম্পানিগুলির তৈরি ‘জিস আর্টা' নামের গোপন অ্যাপ সেই উদ্যোগে সহায়তা করেছিল৷ এই টপ সিক্রেট অ্যাপ সম্পর্কে খুব কম তথ্য জানা যায়৷ তবে ডিডাব্লিউ এক কর্মীর একান্ত সাক্ষাৎকার নিয়ে সে বিষয়ে অনেক কিছু জানতে পেরেছেন৷

অনেকেই উবার ক্যাবের অ্যাপের কথা জানেন, যার সাহায্যে সবচেয়ে কাছের খালি ট্যাক্সিটি যাত্রীর লোকেশনে ডাকা যায়৷ জিস আর্টাও সেই প্রযুক্তিই কাজে লাগায়৷ রাশিয়ার কোনো লক্ষ্যবস্তু শনাক্ত করতে সেই অ্যাপ রেঞ্জফাইন্ডার ডিভাইস, স্মার্টফোন, ড্রোন, জিপিএস ট্রান্সমিটার ও বাণিজ্যিক স্যাটেলাইট ইমেজের তথ্য বিশ্লেষণ করে৷ এমনকি ন্যাটোর রাডারের তথ্যও কাজে লাগানো হয়৷

‘রিয়েল টাইম' অর্থাৎ কোনো বিলম্ব ছাড়াই সেই তথ্য সমন্বয় করা হয়৷ ফলে সব সময় তথ্য আপটুডেট থাকে৷ ল্যাপটপ বা স্মার্টফোন দিয়েই সেই তথ্যের নাগাল পাওয়া যায়৷ এরপর কোনো সেনা অফিসার কামান, ক্ষেপণাস্ত্র বা কম্ব্যাট ড্রোন কাজে লাগিয়ে যে কোনো দিক থেকে হামলা চালাতে পারেন৷ এত দ্রুত টার্গেটিং-এর কারণে প্রতিপক্ষ সহজে পালটা হামলা চালাতে পারে না৷

এই ব্যবস্থা কেন এত কার্যকর? নাম প্রকাশে অনিচ্ছুক জিস আর্টা কোম্পানির কর্মী ডিডাব্লিউ-কে বলেন, এই সিস্টেম স্থিতিশীল ও মজবুত৷ অনলাইন ও অফলাইন অবস্থাতেও কাজ করে৷

২০১৪ সালে রাশিয়া ক্রাইমিয়া উপদ্বীপ কব্জা করার সময়ও এই অ্যাপ কাজে লাগানো হয়েছিল৷ তার পরের বছরগুলিতে আরো উন্নতির ফলে সেটির ব্যবহার অনেক সহজ হয়ে উঠেছে৷

ইউক্রেনে সহায়ক অ্যাপ

অনেক পরিস্থিতিতে চটপট এই অ্যাপ কাজে লাগানো যায়৷ এই অ্যাপের ব্যবহার যুদ্ধে অনেক সময় বাঁচায়৷ ২০ মিনিটের বদলে মাত্র এক মিনিটেই সামরিক বাহিনী লক্ষ্যবস্তুর টার্গেটিং করতে পারে৷ যুদ্ধে প্রতিটি মিনিটেরই মূল্য রয়েছে৷ জিস আর্টা কোম্পানির কর্মী বলেন, ‘‘অত্যন্ত দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে এবং অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারলে আপনারই জয় হবে৷ শুরুতে কত ক্ষমতা ছিল, তাতে কিছু এসে যায় না৷ কারণ অনেক শক্তি, অসংখ্য কামান থাকলেও রিয়েল টাইম তথ্য না থাকলে সব আঘাত অর্থহীন হয়ে যাবে৷''

ইলন মাস্ক ইউক্রেনকে তার স্টারলিংক নামের স্যাটেলাইট সিস্টেম ব্যবহারের সুযোগ দিয়ে সেই অ্যাপের সাফল্য আরো বাড়িয়ে দিয়েছেন৷ স্টারলিংক অন্যান্য ব্রডব্যান্ড পরিষেবা কোম্পানির তুলনায় তিন গুণ দ্রুত ডাউনলোডের গতি সম্ভব করে৷

রাশিয়া জ্যামিং ও হ্যাকিংয়ের মাধ্যমে সহজে স্যাটেলাইটের সংকেতে বিঘ্ন ঘটাতে পারে না৷ জিস আর্টা কোম্পানির কর্মী বলেন, ‘‘স্টারলিংকের আগে আমরা ভিয়াস্যাট ব্যবহার করতাম৷ কিন্তু যুদ্ধের আগেই রুশ হ্যাকাররা সেটি হ্যাক করে ফেলে৷ ইউক্রেনের ভূখণ্ডে ভিয়াস্যাট অক্ষম করে দেওয়া হয়৷''

তবে সব ইউক্রেনীয় ইউনিট জিস আর্টা ব্যবহারের সময় এখনো স্টারলিংক সংযোগ পায় নি৷ এই অ্যাপ শুধু সামরিক উদ্দেশ্যে নয়, যুদ্ধের পর বেসামরিক ক্ষেত্রেও প্রয়োগ করা যাবে৷ যেমন বন দপ্তর জঙ্গলের অবস্থা খতিয়ে দেখতে পারবে এবং কার্যকরভাবে দাবানল মোকাবিলা করতে পারবে৷ জিস আর্টা কোম্পানির কর্মী বলেন, ‘‘বেসামরিক ক্ষেত্রে, চরম পরিবর্তনশীল পরিস্থিতিতে যখন বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করতে হয়, সে সব ক্ষেত্রে এই অ্যাপ ব্যবহার করা যেতে পারে৷ মনে রাখতে হবে, বিশাল এই জগতে আমরা অনেক সফটওয়্যারের একটি মাত্র৷''

যুদ্ধের সময় এমন অ্যাপের প্রয়োগ অবশ্যই বিতর্কের ঊর্দ্ধে নয়৷

হা থান লে নুয়েন/এসবি