1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ-রাশিয়া শীর্ষবৈঠকে রুশ-উক্রেইনীয় গ্যাস বিরোধের ছায়া

অরুণ শঙ্কর চৌধুরী২৩ মে ২০০৯

রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ চান, যে ইউরোপীয় ইউনিয়ন উক্রেইনকে তার বকেয়া গ্যাস বিল মেটাতে সাহায্য করুক৷ ওদিকে ইইউ নেতৃবর্গ চান রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের নিশ্চয়তা৷

https://p.dw.com/p/Hvd7
সাইবিরিয়ায় ইইউ-রাশিয়া শীর্ষবৈঠকে রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভছবি: AP

যে তিনটি সমস্যা, প্রশ্ন বা প্রসঙ্গ বিগত এক বছরে রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ককে কন্টকিত করেছে, সেগুলি হল: জর্জিয়া, বা ইইউ-এর ‘‘পূর্বমুখী অংশীদারীর’’ নীতি; রুশ-উক্রেইনীয় গ্যাস বিরোধ; এবং রাশিয়ার বিশ্ব বাণিজ্য সংগঠন ডাবলিউটিও-তে যোগদানে বিলম্ব৷ এবং শুক্রবার সুদূর সাইবিরিয়ার খাবারভস্কে ইউ নেতৃবর্গের সঙ্গে রুশ প্রেসিডেন্টের শীর্ষবৈঠকে পরিবেশ যতোই ভালো থাকুক না কেন, সমস্যাগুলির কোনোটিই দূর হয়নি অথবা আপোষের সম্ভাবনা দেখা যায়নি৷

গ্যাস বিরোধ

এক সপ্তাহ আগে কাজাখস্তানের রাজধানী আস্তানায় রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিন এবং উক্রেইনের প্রধানমন্ত্রী জুলিয়া টিমোশেঙ্কোর মধ্যে আলাপ-আলোচনা ব্যর্থ হয়৷ উক্রেইনের প্রস্তাব ছিল, গ্যাস স্টোরেজের জন্য উক্রেইনের তরফ থেকে রাশিয়ার প্রাপ্য প্রায় পাঁচ বিলিয়ন ডলারের পেমেন্ট ভবিষ্যতে উক্রেইন হয়ে ইউরোপে রুশ গ্যাসের ট্রানজিট ফি’র পেমেন্ট হিসেবে স্থগিত রাখা হোক৷ রাশিয়া সে প্রস্তাবে সম্মত নয়৷ আবার পুটিন এবং টিমোশেঙ্কোর সৃষ্ট প্রাক্তন প্রস্তাব: যে উক্রেইন তার নিজস্ব ব্যবহারের জন্য আমদানিকৃত রুশ গ্যাসের প্রদেয় মূল্য চোকাবে রাশিয়ার কাছ থেকে প্রাপ্য আগাম গ্যাস ট্রানজিট ফি না নিয়ে - এ’ প্রস্তাবে স্বদেশে টিমোশেঙ্কোর রাজনৈতিক বৈরী, উক্রেইনের প্রেসিডেন্ট ইয়ুশ্চেঙ্কো রাজি নন৷

কাজেই আবার নতুন করে গ্যাস বিরোধের আশঙ্কা, যার ফলে আগামী শীতেও ইউরোপের মানুষদের রুশ গ্যাসের জন্য অপেক্ষা করতে হতে পারে৷ এখন মেদভেদেভ বলছেন, যে ইইউ উক্রেইনকে তার বকেয়া মেটাতে সাহায্য করুক, কেননা সমস্যাটা শুধু রাশিয়ার একার নয়৷ উত্তরে ইইউ বলেছে, যে গ্যাস সরবরাহে আবার সঙ্কট ঘটলে চলবে না৷

‘‘পূর্বমুখী অংশীদারী’’

জর্জিয়া যুদ্ধের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ‘‘পূর্বমুখী অংশীদারীর’’ নীতির খাতাপত্রে কোনো সম্পর্কে না থাকলেও, বেলারুস, উক্রেইন, মলডোভা, জর্জিয়া, আর্মেনিয়া এবং আজারবাইজানের সঙ্গে ইইউ-এর সম্পর্কের উন্নতি ঘটানোর প্রচেষ্টা মস্কোর কাছে সন্দেহজনক বৈকি৷ খাবারভস্ক শীর্ষবৈঠকে সে সন্দেহ দূর করা সম্ভব হয়নি৷

ডাবলিউটিও

রাশিয়া প্রায় এক দশক যাবৎ বিশ্ব বাণিজ্য সংগঠনে যোগদানের প্রচেষ্টা করে আসছে, এবং এবার তাদের ধৈর্য্য ফুরোচ্ছে বলে ঘোষণা করেছে৷ অপরদিকে মেদভেদেভ গ্যাস ও তেল সরবরাহ বাণিজ্যের পুনর্বিন্যাসের জন্য একটি নতুন জ্বালানী সনদের ডাক দিয়েছেন, শীর্ষবৈঠকে তিনি যার পুনরাবৃত্তি করেন৷ ই ইউ সঙ্গে সঙ্গে জানায়, যে পুরনো সনদ পরিবর্তনের কোনো প্রশ্ন ওঠে না৷