1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইংল্যান্ডে গুয়ার্দিওলা

১৬ জানুয়ারি ২০১৩

হঠাৎ বার্সেলোনা ছেড়েছিলেন পেপ গুয়ার্দিওলা৷ এবার হঠাৎই তাঁর কাছ থেকে ইঙ্গিত এলো – গুয়ার্দিওলার স্বপ্ন ইংল্যান্ডের কোনো ক্লাবের কোচ হওয়া৷ সুতরাং ভবিষ্যতে তাঁকে ম্যানচেস্টার ইউনাইটেড বা চেলসির মতো ক্লাবে দেখতেই পারেন৷

https://p.dw.com/p/17Kmx
ছবি: picture-alliance/dpa

শুরুতেই ম্যানচেস্টার ইউনাইটেডের কথা তোলায় নিশ্চয়ই অবাক হয়েছেন৷ ভাবছেন, ম্যান ইউ-তে অ্যালেক্স ফার্গুসন থাকতে গুয়ার্দিওলার সুযোগ পাওয়া তো অসম্ভব! ঠিকই ভাবছেন৷ তবে এটাও ঠিক যে গুয়ার্দিওলা এক বছরের জন্য ফুটবল মাঠ থেকে বিশ্রামে যাওয়ার পর থেকে যে ক্লাবগুলোর হয়ে তাঁর ফেরার কথা উঠেছে, সেসব ক্লাবের মধ্যে ম্যান ইউ-ও আছে৷ আরো আছে ইংল্যান্ডের চেলসি এবং ম্যানচেস্টার সিটি জার্মানির বায়ার্ন মিউনিখ আর ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই৷ পত্র-পত্রিকায় নিজেদের দেশের ক্লাবের নাম দেখে জার্মানি আর ফ্রান্সের যে ফুটবলপ্রেমীরা এতদিন গুয়ার্দিওলাকে নিয়মিত কাছ থেকে দেখার আশা করছিলেন, তাঁদের সে আশার গুড়ে কিছুটা বালি ঢেলে দিয়েছেন গুয়ার্দিওলা নিজেই৷ ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে তিনি লিখেছেন, ইংলিশ প্রিমিয়ার লিগ তাঁর স্বপ্নের জায়গা, কোচ হিসেবে তাই সেখানে কাজ করার আগ্রহটাই বেশি তীব্র৷ তা গুয়ার্দিওলা চাইলে এ স্বপ্ন পূরণ হবে না কেন বলুন!

Der Trainer von Barcelona Pep Guardiola FLASH Galerie
পেপ গুয়ার্দিওলাছবি: AP

এ বছর দেড়শ বছর পূর্তি উদযাপন করছে ইংলিশ ফুটবল অ্যাসোশিয়েশন৷ সে কারণে সংস্থাটিকে অভিনন্দন জানাতে গিয়ে গুয়ার্দিওলা লিখেছেন, ফুটবলার হিসেবে তাঁর স্বপ্ন ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা৷ সে স্বপ্ন তখন পূরণ হয়নি বলেই কোচ হিসেবে তিনি আরো বেশি করে চান ইংল্যান্ডে কাজ করতে৷ বার্সেলোনাকে ১৪টি শিরোপা জেতানো এই কোচের চোখে ইংল্যান্ডের পরিবেশ, মাঠ, দর্শক, খেলার ধরন সবই ভালো৷ সুতরাং এখন শুধু দুয়ে দুয়ে চার মিলে যাওয়ার অপেক্ষা৷ কোনো একটা ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু এবং তার শেষ দেখার দিন গণনা৷ কিন্তু কবে আসবে সেই দিন? কবে ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে মেসি, ইনিয়েস্তা, জাভিদের অনেক সাফল্যের নেপথ্যের নায়ককে?

গুয়ার্দিওলা সরাসরি কিছু বলেননি, নিউ ইয়র্ক থেকে শুধু লিখেছেন, ‘‘আমি তো এখনো তরুণ৷ বয়স সবে ৪১ হলো৷ তাই আশা করছি ভবিষ্যতে ওখানে কোচ হিসেবে কাজ করতে পারবো এবং কাজটা তখন উপভোগও করবো৷'' বার্সেলোনা ছাড়ার পর থেকে নিউ ইয়র্কেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন পেপ গুয়ার্দিওলা৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য