1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আয়ের ক্ষেত্রে বিশ্বরেকর্ড করতে চলেছে রেয়াল মাদ্রিদ’

২৩ জুন ২০১১

স্পেনের ক্রীড়া দৈনিক ‘মার্কা’ রেয়াল মাদ্রিদের চমকপ্রদ বাণিজ্যিক সাফল্যের পূর্ববাণী করেছে৷ শুধু খেলার মাঠে নয়, মাঠের বাইরেও চমক দেখাচ্ছে স্পেনের এই ক্লাব৷

https://p.dw.com/p/11iBW
বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে রেয়াল মাদ্রিদছবি: AP

ফুটবল যে আজ আর শুধু খেলা নয়, টাকা কামানোর বিশাল যন্ত্র হয়ে দাঁড়িয়েছে, এবিষয়ে আর কোনো সন্দেহ নেই৷ বড় বড় শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠানের মতো ফুটবল ক্লাবগুলিকেও আজকাল লাভ-লোকসানের দাঁড়িপাল্লায় ওজন করা হচ্ছে৷ যেমন স্পেনের রেয়াল মাদ্রিদ ক্লাব৷ এবার তাদের আয় ও মুনাফা নাকি রেকর্ড মাত্রা ছুঁতে চলেছে৷

Spanien Fußball Champions League Real Madrid gegen FC Barcelona
লাল কার্ড খেলোয়াড়কে কিন্তু ক্লাবকে নয়ছবি: dapd

স্পেনের ফুটবল সংক্রান্ত দৈনিক ‘মার্কা' জানিয়েছে, আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে এই সাফল্যের কথা ঘোষণা করা হবে৷ তবে তার আগেই ‘ভিতরের খবর' পৌঁছে গেছে এই দৈনিকের কাছে৷ আর পৌঁছবে নাই বা কেন? রেয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস স্বয়ং ‘মার্কা'র বেশ ঘনিষ্ঠ বলে পরিচিত৷ জানা গেছে, শুধু গত মরশুমেই ৪৪ কোটি ২০ লক্ষ ইউরো আয় হয়েছে ক্লাবের – যা এক বিশ্বরেকর্ড৷ ‘মার্কা' আরও জানিয়েছে, যে কর দেওয়ার আগে ক্লাবের মুনাফা হয়েছে প্রায় ৩ কোটি ইউরো৷ স্পেনের কোনো ক্লাব কখনো এত বড় অঙ্কের মুনাফা করতে পারে নি৷ তবে গত কয়েক বছর ধরে রেয়াল আয়ের ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য দেখিয়ে চলেছে৷

এই সাফল্যের রহস্য কী? ক্লাবের স্মারক বিক্রির হার বেশ বেড়ে গেছে – বিশেষ করে ক্লাবের জার্সি কিনছেন অসংখ্য মানুষ৷ সিজন টিকিট বিক্রিও মন্দও হয় নি৷ স্টেডিয়াম ঘুরে দেখানোর জন্যও আলাদা টিকিট বিক্রি করে রেয়াল৷ চ্যাম্পিয়নস লিগ থেকেও রেয়াল আগের তুলনায় বেশি আয় করেছে৷ ২০০৩ সালের পর এই প্রথম তারা সেমি ফাইনাল পর্যায়ে পৌঁছতে পারায় এই বাড়তি আয় হয়েছে৷ এই সাফল্যের কৃতিত্ব দেওয়া হয়েছে নতুন কোচ জোসে মুরিনিয়োকে৷ কোচ হিসেবে তাঁর আয়ও বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছে৷ মুরিনিয়ো'র তত্ত্বাবধানে রেয়াল কিংস কাপ জিতেছে৷ তবে ‘লা লিগা' ও চ্যাম্পিয়নস লিগ'এ বার্সেলোনা রেয়ালকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ায় মুরিনিয়ো'র মনে বেশ দুঃখ রয়ে গেছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ