1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারও ‘গণহত্যা’

২৬ আগস্ট ২০১২

সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী এলাকা দারায়া’য় সরকারি বাহিনী ‘গণহত্যা’ চালিয়েছে বলে বিদ্রোহীরা অভিযোগ করেছেন৷

https://p.dw.com/p/15wyI
ছবি: dapd

লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আসাদ বাহিনী গত পাঁচদিন ধরে দারায়া'য় অভিযান চালিয়ে কমপক্ষে ৩২০ জনকে হত্যা করেছে৷

বিদ্রোহীদের সংগঠন ‘লোকাল কোঅর্ডিনেশন কমিটিস' এত বিপুল সংখ্যক মানুষ মারাকে ‘গণহত্যা'র সঙ্গে তুলনা করেছে৷ তারা বলছে, নিহতদের অনেককে ফাঁসি দিয়ে, আবার কাউকে কাউকে পুড়িয়ে মারা হয়েছে৷

বিদ্রোহীদের আপলোড করা ভিডিওতে রক্তাক্ত মৃতদেহ দেখানো হয়েছে৷ অন্য একটি ভিডিওতে নিহতদের কবর দিতে দেখা যাচ্ছে, যার মধ্যে কমপক্ষে দুজন শিশুর মৃতদেহ রয়েছে৷

এদিকে, সরকারি সংবাদপত্র আৎ-থাওরা জানিয়েছে, প্রায় দুই লক্ষ অধিবাসী, যাদের অধিকাংশই সুন্নি মুসলিম, তাদের শহর দারায়াকে ‘সন্ত্রাসী'মুক্ত করা হয়েছে৷

ব্রিটেন এই গণহত্যার খবরে ‘গভীর উদ্বেগ' প্রকাশ করেছে৷

Ban Ki-moon Lakhdar Brahimi Syrien in New York USA
জাতিসংঘ ও আরব লিগের নতুন বিশেষ দূত লাখদার ব্রাহিমি (ডানে)ছবি: picture-alliance/dpa

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, রবিবার আলেপ্পো, দারা সহ অন্যান্য জেলায় বিমান হামলা চালানো হয়েছে৷ শনিবার কমপক্ষে ১৮৩ জনের নিহতের খবর দিয়েছে সংস্থাটি৷

এদিকে, সিরিয়ার আলোচিত ভাইস-প্রেসিডেন্ট ফারুক আল-শারাকে রবিবার জনসম্মুখে দেখা গেছে৷ তিনি প্রেসিডেন্ট আসাদের পক্ষ ত্যাগ করেছেন বলে গত কদিন ধরে খবর শোনা যাচ্ছিল৷ তিনি ইরান সংসদের পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান আলাদিন বোরুজের্দির সঙ্গে বৈঠক করেন৷

উল্লেখ্য, আলাউইট সম্প্রদায়ের প্রেসিডেন্ট আসাদ প্রশাসনের শীর্ষ সুন্নি নেতা হলেন ভাইস প্রেসিডেন্ট শারা৷

সিরিয়ার ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র ইরান জানিয়েছে, বৃহস্পতিবার থেকে তেহরানে শুরু হতে যাওয়া দুইদিনব্যাপী ন্যাম সম্মেলনে তারা সিরিয়া সমস্যার সমাধানের একটি পরিকল্পনা প্রস্তাব করবে৷

এদিকে, সিরিয়া বিষয়ক জাতিসংঘ ও আরব লিগের নতুন বিশেষ দূত লাখদার ব্রাহিমি বলেছেন, তাঁকে যে দায়িত্ব দেয়া হয়েছে তাতে তিনি ‘ভীত'৷

কোফি আনানের পথে না চলতে ব্রাহিমিকে সতর্ক করে দিয়েছে সিরিয়া৷ সরকারি সংবাদপত্র আৎ-থাওরা বলেছে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের চাপে মাথা নত করেছেন কোফি আনান৷

উল্লেখ্য, জাতিসংঘের হিসেবে সিরিয়ায় এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি লোক নিহত হয়েছে৷ এছাড়া দুই লক্ষেরও বেশি লোক শরণার্থী হয়েছে, যাদের মানবিক সহায়তা প্রয়োজন৷ আর সিরিয়ার ভেতরে থাকা প্রায় ২৫ লক্ষ লোকের মানবিক সাহায্য প্রয়োজন৷

জেডএইচ / আরআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য