1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া সংকট

১ আগস্ট ২০১২

সিরিয়ার বৃহত্তম শহরে এখন সরকারি সামরিক বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সরাসরি যুদ্ধ চলেছে৷ এবং এ যুদ্ধে কোনো পক্ষেরই পিছু হটার উপায় নেই৷ সিরিয়ার সামগ্রিক সংঘাতে অগ্রসর হতে হলে আলেপ্পোয় জিততে হবে৷

https://p.dw.com/p/15hag
ছবি: AP

মঙ্গলবার গভীর রাত অবধি আসাদ সেনাবাহিনীর মিগ জঙ্গিজেট ও কামান আলেপ্পোর উপর গোলা দেগেছে৷ দিনের বেলাতেও আলেপ্পোর পুবের এলাকাগুলির উপর এই প্রথম জঙ্গি হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়েছিল৷ বলতে কি, জাতিসংঘের পর্যবেক্ষকরাও জঙ্গিজেট থেকে গুলিচালনার ঘটনাকে সংঘাতের তীব্রতা বৃদ্ধির লক্ষণ বলে মনে করছেন৷

সংবাদ সংস্থাগুলির হয়ে স্থানীয় বিবরণদাতারা যে ছবিটি আঁকছেন, তা ভীতিকর এক সংঘর্ষের ছবি৷ বিদ্রোহীদের ফ্রি সিরিয়ান আর্মির এক অধিনায়কের বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার রাত্রের গোলাবর্ষণ সত্ত্বেও আসাদ বাহিনী আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলিতে আর অগ্রসর হতে পারেনি৷ আসাদের সৈন্যরা দক্ষিণ আলেপ্পোর সালাহেদ্দিন এলাকায় ঢোকার দু'টি প্রচেষ্টা করে প্রতিহত হয়েছে, বলে আবু ওমর আল-হাবিবি জার্মান ডিপিএ সংবাদ সংস্থাকে জানিয়েছেন৷ বিদ্রোহীদের বিবৃতি অনুযায়ী আলেপ্পোর পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিম এলাকায় অনেকগুলি পরস্পরের সংলগ্ন এলাকা এখন তাদের দখলে৷ এবার তারা এলাকার পর এলাকা জয় করে শহরের কেন্দ্রে যাবার চেষ্টা করবে৷ সেটা কয়েক সপ্তাহের মধ্যে নয়, কয়েক দিনের মধ্যেই সম্ভব হবে বলে তাদের বিশ্বাস৷

Syrien Eskalation Unruhen
আলেপ্পোর উপকণ্ঠে বিদ্রোহী সেনারাছবি: Reuters

এদিকে আলেপ্পোর প্রায় ১৮ হাজার বাসিন্দা গোলাগুলির ভয়ে শহর ছেড়ে পালিয়েছেন৷ আরো অনেকে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন৷ শহরে খাদ্য ও জ্বালানির অভাব৷ বিদ্রোহীরা তাঁবু বসিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করছে, কিন্তু তা স্বভাবতই পর্যাপ্ত নয়৷

ইত্যবসরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সিরীয় সেনাবাহিনীর ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষ্যে বলেছেন যে, সিরিয়ার বিদ্রোহ হল বিদেশি সন্ত্রাসবাদিদের কাজ এবং এ জন্য তাদের সিরিয়ার অভ্যন্তরে সক্রিয় চরেরা সাহায্য করছে৷ আসাদ বলেন: ‘‘স্পষ্ট উদ্দেশ্য সম্বলিত এক বহুমুখী শত্রুর বিরুদ্ধে আমাদের সংগ্রাম৷ এই যুদ্ধে আমাদের জনগণ এবং জাতির ভূত-ভবিষ্যৎ-বর্তমান নির্ধারিত হবে৷’’ তবে আসাদের এই ভাষণ টেলিভিশনে প্রাচরিত না হয়ে সেনাবাহিনীর একটি ম্যাগাজিনে প্রদর্শিত হয়েছে৷

Bildergalerie Syrien Flüchtlinge ohne Hilfe
সাধারণ মানুষের দুর্দশা বাড়ছেছবি: Reuters

ওদিকে সিরিয়ার বিরোধীপক্ষ দৃশ্যত ঐক্যের পরিবর্তে আরো বেশি বিভাজনের দিকে এগোচ্ছে৷ মঙ্গলবার কায়রোয় আরো একটি বিরোধী জোট তৈরি হয়েছে যাদের নাম হল বিপ্লবের ট্রাস্টি পরিষদ৷ এরা নাকি নির্বাসনে একটি মধ্যকালীন সরকার গঠনের চেষ্টা করবেন৷ ফ্রি সিরিয়ান আর্মি এদের সুবিধাবাদি আখ্যা দিয়েছে৷ সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের প্রধান আব্দেল বাসেত সেইদা বলেছেন, এই নতুন পদক্ষেপের কোনো প্রয়োজন ছিল না৷

এসি / ডিজি (ডিপিএ, এপি, এএফপি, রয়টার্স)