1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আল-আকসা থেকে ৩৫০ জনের বেশি গ্রেপ্তার’

৫ এপ্রিল ২০২৩

বুধবার ভোরে জেরুসালেমের আল-আকসা মসজিদ কমপ্লেক্সে সংঘর্ষের পর ইসরায়েলের পুলিশ সাড়ে তিনশজনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন৷

https://p.dw.com/p/4PiVn
ফিলিস্তিনিরা সম্ভাব্য পশু জবাইয়ের বিষয়টি প্রত্যাখ্যান করেন
ফিলিস্তিনিরা সম্ভাব্য পশু জবাইয়ের বিষয়টি প্রত্যাখ্যান করেনছবি: AHMAD GHARABLI/AFP/Getty Images

এক বিবৃতিতে পুলিশ জানায়, তারা ‘সাড়ে তিনশজনের বেশি ব্যক্তি যারা নিজেদের সহিংসভাবে মসজিদের ভেতর ব্যারিকেড দিয়ে রেখেছিল তাদের গ্রেপ্তার ও সেখান থেকে সরিয়ে দিয়েছেন'৷ 

গ্রেপ্তারকৃতদের মধ্যে ‘মুখোশ পরা ব্যক্তি এবং পাথর নিক্ষেপ করা ব্যক্তি এবং মসজিদকে অপবিত্র করা ব্যক্তিরা আছেন' বলেও বিবৃতিতে জানানো হয়৷

অন্য এক বিবৃতিতে ইসরায়েলের পুলিশ জানিয়েছে, ‘মুখোশধারী আন্দোলনকারীরা' মসজিদের ভেতর নিজেদের ব্যারিকেড দেয়ায় পুলিশ মসজিদে ঢুকেছিল৷ কিছু মুসল্লি তাদের দিকে পাথর নিক্ষেপ করে এবং আতশবাজি পোড়ায় বলেও জানান তারা৷

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা ‘কয়েক ডজন' মুসল্লির আহত হওয়ার কথা জানিয়েছে৷ আর রাবার বুলেটের আঘাতে সাতজন ফিলিস্তিনির আহত হওয়ার কথা জানিয়েছেফিলিস্তিনের রেডক্রিসেন্ট৷

মুসলমানদের এখন রোজা চলছে৷ এরইমধ্যে বুধবার সন্ধ্যা থেকে ইহুদিদের ‘পাসওভার' শুরু হচ্ছে৷ চলবে আটদিন৷ 

ইসরায়েল ও ফিলিস্তিনের গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ইসরায়েলি বাহিনীকে রাইফেলের বাট ও লাঠিসোঁটা দিয়ে মসজিদ কমপ্লেক্সের ভেতর মুসল্লিদের মারতে দেখা গেছে৷

ইসরায়েলের ‘হারেৎস' পত্রিকা জানিয়েছে, ‘‘রোজার নামাজের পর কয়েকশ মুসল্লি আল-আকসা মসজিদে নিজেদের ব্যারিকেড দেয়ার পর সংঘর্ষ হয়েছে৷ প্রায় এক ঘণ্টা পর পুলিশ শান্তিপূর্ণভাবে মুসল্লিদের সরাতে থাকে৷ কিন্তু এক ডজনের মতো মুখোশ পরা মুসল্লি মসজিদের ভেতর থেকে যান৷ তাদের সরাতে দাঙ্গা পুলিশ স্টান গ্রেনেড ব্যবহার করেছে বলে খবর পাওয়া গেছে৷''

হারেৎস বলছে, বুধবার পাসওভার শুরুকে ঘিরে কিছু ইহুদি অ্যাক্টিভিস্ট মসজিদ কমপ্লেক্সে একটি পশু জবাই করতে চাইলে উত্তেজনা বেড়ে যায়৷

ফিলিস্তিনিরা সম্ভাব্য পশু জবাইয়ের বিষয়টি প্রত্যাখ্যান করেন, কারণ এটা মসজিদ কমপ্লেক্সের ভেতর ইহুদিদের প্রার্থনা বলে বিবেচিত হবে৷

মঙ্গলবার একজন শীর্ষস্থানীয় ইসরায়েলি রাব্বি পশু জবাই ঠেকাতে স্থানীয় এলাকা থেকে পশু বিক্রিতে বাধা দেন৷

মসজিদ কমপ্লেক্সে সংঘাতের পর গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করা হয়৷ ইসরায়েলের ডিফেন্স ফোর্স মোট নয়টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে৷ এরমধ্যে চারটি আটকে দেয়া হয়, আর চারটি ‘খোলা জায়গায়' পড়েছে বলে জানানো হয়েছে৷

পশ্চিম তীর নিয়ন্ত্রণ করা প্যালেস্টিনিয়ান অথোরিটি পিএ আল-আকসা মসজিদে সংঘাতের সমালোচনা করেছে৷

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদাইনেহ বলেন, ‘‘আমরা পবিত্র স্থানগুলোতে লাল রেখা অতিক্রম করার বিরুদ্ধে দখলদারদের সতর্ক করছি, যা একটি বড় বিস্ফোরণ ঘটাবে৷''

সৌদি আরব, জর্ডান ও মিশরও মসজিদ কমপ্লেক্সে ইসরায়েলি পুলিশের নেয়া পদক্ষেপের সমালোচনা করে বিবৃতি প্রকাশ করেছে৷

এদিকে গাজার নিয়ন্ত্রক হামাসের সশস্ত্র বাহিনী পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ‘আল-আকসা মসজিদ রক্ষায় সেখানে যেতে বলেছে'৷ যুক্তরাষ্ট্র, ইইউ, জাপান ও আরও কয়েকটি দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন বিবেচনা করে৷

সম্প্রতি দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমে সংঘাত বেড়েছে৷ মুসলমানদের রোজা, ইহুদিদের পাসওভার ও খ্রিস্টানদের ইস্টার একই সময়ে পড়ায় এই মাসে উত্তেজনা থাকবে বলে আশঙ্কা করা হয়েছিল৷

জেরুসালেমের টেম্পল পাহাড় ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের কাছে পবিত্র স্থান বলে বিবেচিত৷ টেম্পল পাহাড়ের ‘ওয়েস্টার্ন ওয়াল' ইহুদিদের কাছে সবচেয়ে পবিত্র স্থান৷

মুসলমানদের কাছে টেম্পল পাহাড় ‘হারাম আল-শরিফ' নামে পরিচিত, যার মধ্যে ডোম অফ দ্য রক ও আল-আকসা মসজিদ রয়েছে৷ স্থানটি মুসলমানরা পরিচালনা করে থাকে৷ আর নিরাপত্তার দায়িত্বে আছে ইসরায়েলি বাহিনী৷

জেডএইচ/কেএম (এএফপি, ডিপিএ, রয়টার্স)