1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরেকটি রানা প্লাজা দুর্ঘটনা এড়াতে যা প্রয়োজন

২২ এপ্রিল ২০১৫

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, এইচআরডাব্লিউ পোশাক শ্রমিকদের রক্ষায় বাংলাদেশ সরকারের সমালোচনা করে বলেছে, শ্রমিকদের উপর হামলা, তাদের ভয়ভীতি দেখানো, এসব বিষয় রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়নি৷

https://p.dw.com/p/1FCMI
Erster Jahrestag des Einsturzes der Textilfabrik in Bangladesch (Bildergalerie)
ছবি: DW/C. Meyer

শুক্রবার রানা প্লাজা দুর্ঘটনার দুই বছর হচ্ছে৷ তার আগে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে এইচআরডাব্লিউ৷

এইচআরডাব্লিউ-র ইউরোপীয় শাখার মিডিয়া ডাইরেক্টর অ্যান্ড্রু স্ট্র্যোলাইন একটি ভিডিও টুইটারে শেয়ার করে লিখেছেন, রানা প্লাজার মতো আরেকটি দুর্ঘটনা এড়াতে হলে বাংলাদেশের পোশাক শ্রমিকদের তাঁদের নিরাপত্তা নিয়ে কথা বলার অধিকার দিতে হবে৷

এইচআরডাব্লিউ-র দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক জয়শ্রী বাজোরিয়া মনে করেন, আরেকটি রানা প্লাজা এড়াতে হলে সেসব মালিককে জবাবদিহিতার আওতায় আনতে হবে যারা শ্রমিকদের উপর হামলা চালায় আর ট্রেড ইউনিয়ন করতে বাধা দেয়৷

এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দাবি, রানা প্লাজার ঘটনায় হতাহতদের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১২৭ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে এবং এর মধ্যে ১০৮ কোটি টাকা অব্যবহৃত রয়েছে৷

তবে প্রধানমন্ত্রীর প্রেস উইং এর দাবি, রানা প্লাজার নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলাদা কোনো তহবিল নেই৷

বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ‘সলিডারিটি সেন্টার' বলছে, রানা প্লাজা দুর্ঘটনার দুই বছর পরেও পোশাক শ্রমিকরা ট্রেড ইউনিয়ন গড়তে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন করার কাজে বাধা পাচ্ছে৷

আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে৷ সেখানে দেখা যাচ্ছে নাসির নামে রানা প্লাজার ঘটনায় বেঁচে যাওয়া এক শ্রমিক কীভাবে নিজের চেষ্টায় মালিক হয়ে গেছেন৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য