1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরও রান করতে চান গ্রেয়েম স্মিথ

১৬ মার্চ ২০১১

দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক গ্রেয়েম স্মিথ বলেছেন, কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবার সাথে সাথে নিজের ব্যাটিং ব্যর্থতারও ইতি ঘটতে যাচ্ছে বলেই আশা তাঁর৷ তিনি আরও রান করতে চান৷

https://p.dw.com/p/10Zv2
গ্রেয়েম স্মিথ (ফাইল ছবি)ছবি: AP

কলকাতার ইডেন গার্ডেনে সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩১ রানে জয় নিয়ে গ্রুপ বি থেকে প্রথম দল হিসেবে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে তাঁর দল৷ ম্যাচ শেষে তাই প্রচণ্ড আত্মবিশ্বাসী স্মিথ৷ এরই মধ্যে এই খেলোয়াড় ওয়ানডে ক্রিকেটে ৬ হাজার রান পূর্ণ করে ফেলেছেন৷

সাংবাদিকদের কাছে তিনি বলেছেন, ‘‘ফর্ম ফেরার পথেই রয়েছি৷ বিশ্বকাপে আরো কিছু রান করা গেলে ভাল হতো৷ তবে সময় এখনো আছে৷ আমি মনে করি, ভাল পারফরমেন্স আমার আশেপাশেই রয়েছে৷ এখন শুধু তা বাস্তবায়নের পালা৷ দলকে কিছু দেবার জন্য আমি মুখিয়ে আছি৷''

বিশ্বকাপে এখন পর্যন্ত স্মিথের সেরা ইনিংস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে করা ৪৫ রান৷ আয়ারল্যান্ডের বিপক্ষে তিনি মাত্র ৭ রানে রান আউট হয়ে ফিরে যান৷

গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচে চারটিতে জয় নিয়ে কঠিন গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালের পথ নিশ্চিত করেছেন৷ ইংল্যান্ডের বিপক্ষে তারা একমাত্র ম্যাচে মাত্র ৬ রানে পরাজিত হয়৷ অপর গ্রুপের কোয়ার্টার ফাইনালিস্ট চারটি দল চূড়ান্ত হয়ে গেলেও বি গ্রুপ থেকে শুধুমাত্র তাদেরই শেষ আটের জায়গা নিশ্চিত হয়েছে৷

টুর্নামেন্টের এই পর্যায়ে এসে কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে স্মিথ বলেন, ‘এখনও যেহেতু ম্যাচ বাকি রয়েছে তাই এ নিয়ে কোন কথা বলতে চাই না৷ পরের রাউন্ডে যাবার জন্য আয়ারল্যান্ডের বিপক্ষে জয়টা জরুরী ছিল৷ জয়ের মানসিকতা নিয়েই আমরা বাংলাদেশের বিপক্ষে শনিবারের শেষ গ্রুপ ম্যাচে মাঠে নামব৷ অবশ্যই জয়ের ধারাবাহিকতা বজায় রেখে শতভাগ আত্মবিশ্বাস নিয়েই আমরা পরের রাউন্ডে যেতে চাই৷'

এক ম্যাচ হাতে রেখেই কঠিন গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠে যাওয়ায় স্বস্তি অনুভব করছেন বলে আফ্রিকান এই অধিনায়ক স্বীকার করেছেন৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন