1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারও মারিজুয়ানা নিয়ে ধরা খেলেন প্যারিস

১৮ জুলাই ২০১০

আবারও পুলিশের খাতায় নাম লেখালেন হলিউডের ধনীর দুলালী প্যারিস হিল্টন৷ এবারও সেই একই কাহিনী, মারিজুয়ানা বহন৷ তবে এই খবর অস্বীকার করেছেন তিনি৷ এদিকে জেলে যেতেই হচ্ছে লিন্ডসে লোহানকে৷

https://p.dw.com/p/OOAG
Paris Hilton
প্যারিস হিল্টনছবি: AP

ফ্রান্সের কোর মাটিন পত্রিকা তাদের অনলাইন সংস্করণে এই খবরটি দিয়েছে৷ তারা জানিয়েছে, প্যারিস হিল্টনকে শুক্রবার ফিগারি দ্বীপের পুলিশ জিজ্ঞাসাবাদ করে৷ সেখানে এখন ছুটি কাটাচ্ছেন এই হলিউড তারকা৷ শুক্রবার সেখানকার বিমান বন্দরে নামার সঙ্গে সঙ্গে পুলিশ তাঁকে আটক করে৷ কারণ পুলিশের সঙ্গে থাকা প্রশিক্ষিত কুকুর ঠিকই টের পেয়ে যায় যে প্যারিসের ব্যাগে মারিজুয়ানা রয়েছে৷ তবে সেটি খুবই অল্প পরিমাণে হওয়ায় এই যাত্রায় বেঁচে যান তিনি৷ প্রায় আধ ঘন্টা পুলিশী জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে আসেন প্যারিস হিল্টন৷ এদিকে ফরাসি পত্রিকার এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি৷ এক বার্তায় গ্রেফতারের খবরকে ভুয়া বলে আখ্যা দেন মডেল কাম অভিনেত্রী প্যারিস৷ উল্লেখ্য, এর আগে গত মাসে দক্ষিণ আফ্রিকায় ফুটবল বিশ্বকাপ চলাকালে একই অভিযোগে তাঁকে আটক করেছিল সেখানকার পুলিশ৷ তবে মধ্যরাতে সে অভিযোগ থেকে মুক্তি পেয়ে যান তিনি৷

Lindsay Lohan
লিন্ডসে লোহানছবি: AP

এদিকে পুলিশের হাত থেকে প্যারিস হিল্টন বেঁচে গেলেও বাঁচতে পারেননি লিন্ডসে লোহান৷ ইতিমধ্যেই আদালত তাঁকে তিন মাসের জেল দিয়েছে প্রবেশন বিধি ভঙ্গের জন্য৷ জেলে যাওয়ার হাত থেকে বাঁচতে নতুন আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছিলেন নামকরা আইনজীবী রবার্ট শাপিরোকে৷ কিন্তু বিধি বাম, আইনজীবী রবার্ট শাপিরো ঘোষণা দিয়েছেন, যে লিন্ডসে লোহান আদালতের নির্দেশমত জেলেই যাচ্ছেন৷ সেখানে তিনি ৯০ দিন কাটাবেন৷ জানা গেছে, লিন্ডসে লোহানকে শাপিরো আগেই শর্ত দিয়েছিলেন যে প্রবেশনের শর্ত তিনি মেনে চলবেন৷ মনে হচ্ছে, জেল ছাড়া এই মুহূর্তে আর কোন উপায় নেই হলিউডের এই তরুণ অভিনেত্রীর৷ উল্লেখ্য, মাতাল হয়ে গাড়ি চালানোর অপরাধে তাঁকে প্রথমে কারাদন্ড দেওয়া হলেও তা স্থগিত রাখা হয়েছিল৷ কিন্তু পরে আদালতের নির্দেশমত চলতে পারেননি লিন্ডসে লোহান৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম