আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তর কোরিয়া
৬ আগস্ট ২০১৯২৫ জুলাই নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র দুটির সঙ্গে মঙ্গলবার ছোঁড়া স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র দুটির মিল রয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী৷
সোমবার শুরু হওয়া যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া নিয়ে শুরু থেকে আপত্তি জানিয়ে আসছিল উত্তর কোরিয়া। তাঁরা বলছে, এই মহড়ার মধ্য দিয়ে শান্তি প্রক্রিয়াকে ব্যহত করা হচ্ছে৷ এটাকে রাজনৈতিক সদিচ্ছার অভাব হিসেবেও অভিহিত করেছে দেশটি৷ তবে উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় পারমাণবিক-নিরস্ত্রীকরণ প্রক্রিয়াটি জটিল হচ্ছে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা৷
গত ৩০ জুন শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে বৈঠকে বসতে রাজি হয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ যদিও কার্যকর সংলাপ এখনও শুরু হয়নি৷ তবে কিমকে দেয়া প্রতিশ্রুতির কোনোটি লংঘিত হয়নি বলে, উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের চেষ্টা করেছিলেন ডনাল্ড ট্রাম্প৷ গত সপ্তাহে উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষার পর হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘‘আমার কোনো সমস্যা নেই৷'' তিনি আরো বলেন, ‘‘আমরা দেখি কি হচ্ছে৷ তবে স্বল্পপাল্লার মিসাইল স্ট্যান্ডার্ড৷''
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে, তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে জাপানের প্রতিরক্ষামন্ত্রী উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে নিজেদের জন্য হুমকি মনে করছেন না বলে আবারো মন্তব্য করেছেন৷
এদিকে, এক বিবৃতিতে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরস্ত্রীকরণ আলাপ চালিয়ে যেতে প্রস্তুত আছে দেশটি৷ কিন্তু যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক পদক্ষেপ অব্যাহত থাকলে আলোচনা থেকে বেরিয়ে আসার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া৷
জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য৷ এসব ছেড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরস্ত্রীকরণ আলোচনা এগিয়ে নিতে পিয়ংইয়ংকে অনুরোধ জানিয়েছে দেশগুলো৷
টিএম/কেএম (রয়টার্স, এপি, এএফপি)