1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

আবার কিয়েভের উপর রাশিয়ার হামলা

১৭ অক্টোবর ২০২২

সোমবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভের উপর একাধিক ড্রোন হামলা ঘটেছে৷ দেশের পূর্ব ও দক্ষিণে ইউক্রেন ও রাশিয়ার বাহিনীর মধ্যে জোরালো সংঘর্ষেরও খবর পাওয়া গেছে৷

https://p.dw.com/p/4IGhd
Ukraine Krieg | Drohnenangriff auf Kiew
কিয়েভে রাশিয়ার হামলাছবি: Gleb Garanich/REUTERS

সোমবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রে শেভচেনকিভস্কি এলাকায় একাধিক বিস্ফোরণ ঘটেছে৷ বেশ কয়েকটি বসত ভবনের ক্ষতি হয়েছে বলে শহরের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন৷ এই নিয়ে পর পর দুই সোমবার রাশিয়া কিয়েভের উপর ড্রোন হামলা চালিয়েছে বলে ক্লিচকো দাবি করেন৷ ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের প্রধান আন্দ্রি ইয়েরমাক বলেন, তথাকথিত ‘আত্মঘাতী ড্রোন'-এর মাধ্যমে এই হামলা চালানো হয়েছে৷ গত কয়েক সপ্তাহে রাশিয়া ইরানে তৈরি ‘শহিদ ১৩৬' ড্রোন দিয়ে ইউক্রেনের উপর হামলা চালিয়ে আসছে বলে ইউক্রেনের সরকার অভিযোগ করছে৷

ইউক্রেনের সেনাবাহিনী কয়েক সপ্তাহ ধরে পূর্ব ও দক্ষিণে একাধিক অঞ্চল হানাদার রুশ বাহিনীর কাছ থেকে আবার ছিনিয়ে নিতে পারলেও এবার বাড়তি প্রতিরোধের মুখে পড়ছে৷

দনিয়েটস্ক অঞ্চলের বাখমুত ও সোলেদার শহরে ব্যাপক সংঘাত চলছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রাতে তার দৈনিক ভিডিও বার্তায় জানিয়েছেন৷ গোটা সপ্তাহান্তেই দনিয়েটস্ক, লুহানস্ক ও খেরসন অঞ্চলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে৷

কোণঠাসা রুশ বাহিনী এর আগে প্রায় বিনা বাধায় অধিকৃত এলাকা থেকে পিছু হটছিল৷ বিশেষ করে ইউক্রেনীয় বাহিনী অনেক জায়গায় তাদের রসদ ও পরিবহণের পথ ধ্বংস করে দেওয়ায় কঠিন সমস্যায় পড়ছিল রুশ সৈন্যরা৷ কিন্তু সীমান্তের আরও কাছাকাছি এলাকায় তাদের অবস্থান অপেক্ষাকৃত মজবুত থাকায় ইউক্রেনীয় সৈন্যদের বেগ পেতে হচ্ছে৷ এমনকি কিছু এলাকায় ঘনঘন নিয়ন্ত্রণ বদল হচ্ছে বলে সামরিক পর্যবেক্ষকরা জানাচ্ছেন৷ ইউক্রেনের সৈন্যদের গোলাবর্ষণের ফলে দনিয়েতস্ক শহরের প্রশাসনিক ভবনের ক্ষতি হয়েছে বলে রুশ দখলদারী প্রশাসন স্বীকার করেছে৷

ইউক্রেনের দক্ষিণের সামরিক কমান্ডের মুখপাত্র নাতালিয়া হুমেনিয়ুক জানিয়েছেন, যে গত সপ্তাহান্তে বিস্ফোরণে ক্রাইমিয়া সেতুর ক্ষতির ফলে রুশ বাহিনীর সরঞ্জাম ও গোলাবারুদ অনেক কমে গেছে৷ তার মতে, রুশ বাহিনীর জন্য প্রায় ৭৫ শতাংশ সরবরাহ সেই সেতু দিয়েই পাঠানো হতো৷ বর্তমানে জোরালো বাতাসের কারণে সেই এলাকায় ফেরি চালানোও সম্ভব হচ্ছে না৷ হুমেনিয়ুক বলেন, ‘এখন সমুদ্রও আমাদের সমর্থন করছে'৷

রাশিয়াও রোববার নিজস্ব সেনাবাহিনীর ‘সাফল্য' তুলে ধরেছে৷ ইউক্রেনীয় সৈন্যদের ব্যাপক ক্ষতি সম্পর্কে বড়াই করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়৷ সেইসঙ্গে রাশিয়া জানিয়েছে, যে সে দেশ ইউক্রেনের সামরিক ও জ্বালানি স্থাপনার উপর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে৷

টেলিগ্রাম নামের অ্যাপে রুশপন্থি ‘রাইবার' নামের চ্যানেলের সূত্র অনুযায়ী রাশিয়ার ভূখণ্ডের মধ্যেও ইউক্রেনীয় বাহিনী হামলা চালাচ্ছে৷ সীমান্তের কাছে রুশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত বেলগোরোদ শহরে গোলাবর্যণ চলছে৷ তবে রাশিয়ার অ্যান্টি এয়ারক্রাফ্ট ইউনিট বেশিরভাগ হামলা প্রতিহত করতে পারছে বলে দাবি করেছে এই সূত্র৷ শহরের  বিমানবন্দরের কাছে দুটি বিস্ফোরণ ঘটেছে৷ উল্লেখ্য, বেলগোরোদ অঞ্চলেই শনিবার এক সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে দুই বন্দুকবাজের হামলায় ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে৷ রাশিয়া সেই ঘটনার তদন্ত শুরু করেছে৷

এসবি/কেএম (রয়টার্স, ডিপিএ)