1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে জোড়া হামলা

১ সেপ্টেম্বর ২০১২

আফগানিস্তানের কেন্দ্রীয় অঞ্চলে জোড়া আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছে ১২ ব্যক্তি৷ এসময় আহত হয় ৫৯ ব্যক্তি৷ এছাড়া সেদেশের গজনি প্রদেশে পৃথক ঘটনায় প্রাণ হারিয়েছে দুই মার্কিন সেনা৷

https://p.dw.com/p/1621n
ছবি: REUTERS

আফগানিস্তানের ওয়ারদাক্ প্রদেশে আত্মঘাতী হামলার দায় ইতিমধ্যে স্বীকার করেছে তালেবান৷ একটি সামরিক ঘাঁটির কাছে এই জোড়া হামলার ঘটনা ঘটে৷ ওয়ারদাক্ প্রদেশের প্রাদেশিক গভর্নরের কার্যালয় থেকে জানানো হয়েছে, এক আত্মঘাতী বোমারু তার শরীরে বেঁধে রাখা বোমায় বিস্ফোরণ ঘটায়৷ অপর হামলাকারী ট্রাকের বিস্ফোরণ ঘটায়৷

হামলায় আট বেসামরিক নাগরিক এবং চার পুলিশ সদস্য নিহত হয়৷ এছাড়া হামলায় ৪৭ বেসামরিক নাগরিক, সাত পুলিশ সদস্য, তিন গোয়েন্দা কর্মকর্তা এবং ন্যাটো নেতৃত্বাধীন আইসাফ বাহিনীর দুই সেনা সদস্য আহত হয়৷

তবে আত্মঘাতী হামলায় ন্যাটো সেনা আহতের বিষয়টি অস্বীকার করেছেন মেজর অ্যাডাম ওজ্যাক৷ তিনি বলেন, ‘‘সায়েদাবাদ জেলার সামরিক ঘাঁটির খুব কাছে আত্মঘাতী হামলার ঘটনা ঘটলেও এতে কোন ন্যাটো সেনা নিহত বা আহতের খবর পাওয়া যায়নি৷''

Symbolbild Afghanistan Kämpfer
আত্মঘাতী হামলার দায় ইতিমধ্যে স্বীকার করেছে তালেবানছবি: Aref Karimi/AFP/Getty Images

এদিকে, এক মুঠোফোন বার্তায় তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছে, ‘‘ট্রাক বোমারুর জন্য পথ তৈরি করতে প্রথম হামলাকারী মার্কিন ঘাঁটির প্রধান ফটকে বোমা বিস্ফোরণ ঘটায়৷'' তার দাবি, হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত এবং আহত হয়েছে৷

আফগানিস্তানে পৃথক আরেক ঘটনায় অবশ্য দুই মার্কিন সেনা প্রাণ হারিয়েছে৷ ন্যাটো জানিয়েছে, গজনি প্রদেশে শনিবার এক সন্ত্রাসী হামলার পর দুই মার্কিন সেনা নিহত হয়েছে৷ ন্যাটো আরো জানিয়েছে, গত তেসরা আগস্ট কুনার প্রদেশে অভিযানে আল কায়েদার ‘জ্যেষ্ঠ নেতা' আবু ওয়ালিদ নিহত হয়েছে৷

এক বিবৃতিতে ন্যাটো জানায়, ‘‘আবু ওয়ালিদ, যে কিনা আমরু মাসতুর আল-ঘামরাভি নামেও পরিচিত, এক সৌদি আল-কায়েদা নেতা এবং বিস্ফোরক বিশেষজ্ঞ ছিল৷ আফগান এবং সেদেশে অবস্থানরত বিদেশি সেনাদের বিরুদ্ধে অসংখ্য হামলায় অংশ নিয়েছে সে৷''

উল্লেখ্য, জাতসংঘের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে আফগানিস্তানে ১,১৪৫ বেসামরিক নাগরিক নিহত এবং ১,৯৫৪ ব্যক্তি আহত হয়েছে৷ ভুক্তভোগীদের মধ্যে আশি শতাংশই সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছে৷

এআই / এএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য