1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৬ সেনা নিখোঁজ

৭ মার্চ ২০১২

আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে বিস্ফোরণের পর ব্রিটিশ ৬ জন সেনা সদস্য নিখোঁজ রয়েছে৷ ধারণা করা হচ্ছে, তারা সবাই নিহত হয়েছেন৷ ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রনালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বুধবার সকালে এ খবর জানিয়েছে৷

https://p.dw.com/p/14GK0
ছবি: AP

নিখোঁজ সেনাদের মধ্যে পাঁচজন ইয়র্কশায়ার রেজিমেন্ট এর ৩য় ব্যাটালিয়ানের এবং একজন ডিউক অব ল্যান্চেস্টার রেজিমেন্ট এর ১ম ব্যাটালিয়ানের বলে জানানো হয়েছে৷

এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষা সচিব ফিলিপ হ্যামন্ড৷ তিনি বলেছেন, ‘‘আফগানিস্তান যেন আবারো নিজের পায়ে ঘুরে দাঁড়াতে পারে সে জন্য কাজ করছে ব্রিটিশ সেনারা৷'' সে দেশের হেলমন্দ প্রদেশের অবস্থার উন্নতির জন্যই সেখানে আজো ব্রিটিশ সেনারা কাজ করছেন বলেও জানান তিনি৷ তাই, এই হামলার মাধ্যমে ব্রিটিশ সেনাদেরকে তাদের উদ্দেশ্য থেকে নাড়ানো যাবে না বলেও সতর্ক করে দিয়েছেন তিনি৷

২০০৬ সালের পর থেকে একক কোনো হামলায় এতো জন ব্রিটিশ সৈন্যের প্রাণহানির ঘটনা ঘটে নি৷ ২০০১ সালে আফগানিস্তানে ব্রিটিশ সৈন্য বাহিনী পাঠানোর পর এ পর্যন্ত নিহত হয়েছে ৩৯৮ জন৷ আর এই ছয় সেনার মৃত্যু নিশ্চিত হলে সংখ্যাটি বেড়ে দাঁড়াবে ৪০৪৷

বর্তমানে আফগানিস্তানে ব্রিটেনের নয় হাজার পাঁচ'শ সেনা মোতায়েন রয়েছে৷ তবে, আগামী দুই বছরের মধ্যে ধাপে ধাপে এই সৈন্য সংখ্যা কমিয়ে আনা হবে৷ কেননা, ২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে সব ব্রিটিশ সৈন্য প্রত্যাহারের কথা রয়েছে৷

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য