1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত কমপক্ষে ৪৭

১৮ এপ্রিল ২০২২

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ট ও কুনার প্রদেশে পাকিস্তানের সামরিক বাহিনীর হামলায় অন্তত ৪৭ জন প্রাণ হারিয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন৷

https://p.dw.com/p/4A3qW
Afghanistan Khost | Protest gegen pakistanische Luftangriffe
খোস্ত প্রদেশে পাকিস্তানের হামলার বিরুদ্ধে বিক্ষোভছবি: AFP

এদিকে, আফগান সীমান্ত থেকে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের থামাতে আফগানিস্তানের প্রতি অনুরোধ জানিয়েছে পাকিস্তান৷

আফগান কর্মকর্তারা রোববার জানান, শনিবার ভোরে পাকিস্তানের সামরিক বাহিনীর হেলিকপ্টার থেকে চালানো হামলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়৷ ‘‘হামলায় ৪১ জন বেসামরিক নাগরিক, যাদের অধিকাংশই নারী ও শিশু,  প্রাণ হারিয়েছেন৷ আর ২২ জন আহত হয়েছেন,'' বলে বার্তা সংস্থা এএফপিকে জানান খোস্ট প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক সাবির আহমেদ ওসমানি৷

আফগানিস্তানের তালেবান সরকারের আরেক কর্মকর্তা নাজিবুল্লাহ খোস্ট প্রদেশে নিহতের সংখ্যা ৪৮ বলে জানিয়েছেন৷ ‘‘এক পরিবারের ২৪ জন নিহত হয়েছেন,'' বলে জানান তিনি৷

খোস্টের একজন গোত্র নেতা জামশিদ বলছেন, সেই প্রদেশে ৪০ জনের বেশি মানুষ মারা গেছেন৷

শনিবারের হামলার বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনী কোনো বক্তব্য দেয়নি৷ তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জঙ্গিদের নিয়ন্ত্রণ করতে কাবুলের প্রতি আহ্বান জানিয়েছে৷ ‘আফগানিস্তানে থাকা সন্ত্রাসীদের' হামলায় গত বৃহস্পতিবার পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সাত সেনা নিহত হয়েছেন বলেও জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়৷

Afghanistan Khost | Verletzter Junge nach pakistanischen Luftangriffen
পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় আহত এক আফগান শিশুছবি: AFP

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান' বা টিটিপির মতো জঙ্গি গোষ্ঠী সক্রিয় আছে৷ গতমাসে টিটিপি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানোর হুমকি দিয়েছিল৷ আফগান তালেবান বিদেশি যোদ্ধাদের আফগানিস্তান থেকে চলে যেতে বলার পর টিটিপি তার সদস্যদের দায়মুক্তি দিয়ে পাকিস্তানে নিজেদের ঘরে ফিরতে দিতে পাকিস্তানের উপর চাপ দিচ্ছে৷

পাকিস্তানের হামলার প্রতিক্রিয়ায় আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানকে হুমকি দিয়েছে৷ ‘‘এটা নিষ্ঠুরতা এবং এটি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শত্রুতা শুরুর পথ তৈরি করছে,'' বলে মন্তব্য করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ৷

জেডএইচ/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য