1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিআফগানিস্তান

আফগানিস্তানে তেলের ট্যাংকারে আগুন, বহু নিহত

১৯ ডিসেম্বর ২০২২

আফগান রাজধানী কাবুলের উত্তরের পাহাড়ি অঞ্চলে একটি টানেলের মধ্যে ট্যাংকারটি উল্টে গেলে সেটিতে আগুন ধরে যায়৷ সেসময় সেলাং পাস টানেলটিতে থাকা অন্যান্য গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে৷

https://p.dw.com/p/4L9OE
আফগানিস্তানের ঝুঁকিপূর্ণ সেলাইং পাস৷
সেলাং পাসে মাঝেমাঝেই দুর্ঘটনা ঘটেছবি: Adrien Vautier/Le Pictorium/IMAGO

টানেলে অগ্নিকাণ্ডের এই ঘটনায় অন্তত ১৯ ব্যক্তি নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন বলে রোববার জানিয়েছে আফগান কর্তৃপক্ষ৷

সেলাং পাসে শনিবার স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে৷ তেলবাহী ট্যাংকারটি উল্টে গিয়ে সেটিতে আগুন ধরে যায়৷ আর সেই আগুন আশেপাশে ছড়িয়ে পড়লে প্রাণহানী বাড়তে থাকে বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা৷

হতাহতদের অনেকের দেহ আগুনে মারাত্মকভাবে পুড়ে গেছে৷ পারওয়ানের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল্লাহ আফগান মাল বলেন, ‘‘নিহতদের মধ্যে কে পুরুষ, আর কে নারী তা আলাদা করা অত্যন্ত কঠিন ব্যাপার ছিল৷''

পারওয়ানের গভর্নরের মুখপাত্র হেকমতুল্লাহ শামীম জানিয়েছেন যে অগ্নিকাণ্ডে ৩২ জনের বেশি আহত হয়েছেন৷ আর সেই ঘটনার পর থেকে টানেলটি দুই দিক থেকেই অবরুদ্ধ হয়ে আছে৷

ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি৷ দেশটি শাসন করা তালেবানের মুখপাত্র ক্বারী ইউসুফ আহমেদি হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি এধরনের ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরো উদ্যোগে হতে বলেছেন৷

গত শতকের ষাটের দশকে সোভিয়েত আমলের বিশেষজ্ঞদের তৈরি সেলাং পাসের টানেলটি দুই দশমিক ছয় কিলোমিটার দীর্ঘ৷ পৃথিবীর অন্যতম উঁচুতে অবস্থিত এই পাহাড়ি টানেলটিতে মাঝেমাঝেই দুর্ঘটনা ঘটে৷ ২০১০ সালে তুষারধসের কারণে টানেলটিতে ১৫০ ব্যক্তি প্রাণ হারান৷

এআই/কেএম (এপি, এএফপি, রয়টার্স)