1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্না হাজারেকে স্বাগত জানাতে জনতার ঢল

১ সেপ্টেম্বর ২০১১

দুর্নীতির বিরুদ্ধে লড়াই-এ গান্ধীবাদী সমাজসেবী আন্না হাজারের জয় রাতারাতি তাঁকে করে তুলেছে জাতীয় বীর৷ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আজ বৃহস্পতিবার তিনি পৌঁছান তাঁর নিজ গ্রাম মহারাষ্ট্রের রালেগাঁও সিদ্ধিতে৷

https://p.dw.com/p/12RXC
আন্না হাজারেছবি: dapd

তাঁকে স্বাগত জানাতে জড়ো হয়েছিল হাজার হাজার জনতা৷

গতরাতে দিল্লির উপকন্ঠে মেডিসিটির হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গভীর রাতে দুর্নীতি বিরোধী সংগ্রামী আন্না হাজারে পৌঁছন পুণে বিমানবন্দরে৷ সেখান থেকে গাড়িতে তাঁর নিজ গ্রাম মহারাষ্ট্রের রালেগাও সিদ্ধিতে আজ ভোরে৷ বিমানবন্দরে ও তাঁর গ্রামে তাঁকে স্বাগত জানাতে ভেঙে পড়ে জনতা৷ স্বাগত জানায় বন্দে মাতরম শ্লোগান, ফুলমালা আর মিষ্টি দিয়ে৷ আজ মহারাষ্ট্রে গণেশ চতুর্থী উৎসব উপলক্ষে আন্না পুজো দেন মন্দিরে৷ আগামীকাল শুক্রবার তিনি ভাষণ দেবেন গ্রামের এক সম্বর্ধনাসভায়৷

দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধজয়ে ভারতের জনমানসে তিনি হয়ে উঠেছেন এক আদর্শ ব্যক্তিত্ব৷  পথে ঘাটে আন্নার ছাপ৷আন্নার ভাব৷ ফাইভ-স্টার হাসপাতালে চারদিনের চিকিৎসার পুরো খরচ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ যদিও হাজার হাজার আন্না সমর্থক টাকা দিতে চেয়েছিল৷

Der Anna Effekt Flash-Galerie
আন্দোলন সফল হওয়ায় ভারতে আন্না হাজারে এখন একজন জাতীয় বীরছবি: picture alliance/dpa

দিল্লিতে চলছে বইমেলা৷ মেলার থিম আন্না আর দুর্নীতি৷ আন্নার ওপর লেখা বই----ক্রান্তিদূত আন্না হাজারে৷ কোনো কোনো বই স্টলে চে গুয়েভারা, নেলসন মন্ডেলা ও মহাত্মা গান্ধীর পাশে আন্নার স্থান৷ আন্নার পোস্টারে, ছবিতে দিল্লি বইমেলা ছয়লাপ৷

দিল্লি প্রশাসনে আন্নার প্রভাব৷ আন্নার নাগরিক সনদ অনুসারে সরকারি দপ্তরে নির্দিষ্ট সময়ে কাজ না হলে সংশ্লিষ্ট আধিকারিকের মাইনে কাটা যাবে এমন একটা নিয়ম চালু হতে যাচ্ছে৷

আন্নার আন্দোলন এখন স্থান পেতে চলেছে বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে৷ উঠতি ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের জন্য এই আন্দোলন এক উপযুক্ত বিষয় বলে মনে করছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ৷এই আন্দোলনের বিভিন্ন দিক এবং এই অহিংস আন্দোলনে আন্নার নেতৃত্ব নিয়ে বিশ্লেষণ করা হবে৷ কীভাবে নৈতিক বল, অবিচল লক্ষ্য ও সেটাকে কাজে পরিণত করার কর্মকৌশল স্থির করেছেন তিনি সেটাই হবে পাঠ্যসূচির বিষয়, বলেছেন নামকরা এক  বিজনেস  ম্যানেজমেন্ট স্কুলের অধ্যাপক মণীশ ঠাকুর৷

উল্লেখ্য, দুর্নীতির বিরুদ্ধে ১৩ দিন অনশনে থাকার পর সরকার তাঁর দাবি মেনে নিলে গত  রবিবার তাঁকে দিল্লির রামলীলা ময়দান থেকে সোজা নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ তাঁর স্বাস্থ্য এখন মোটামুটি ঠিক আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান