‘আন্তর্জাতিক চাপ বাড়বে, পরিবর্তন আসবে বাংলাদেশে’
২৮ জানুয়ারি ২০২২‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোতে আলোচক হিসেবে কিবরিয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত৷ আওয়ামী লীগের সমর্থকরা প্রতিপক্ষের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করে ভয়ের সংস্কৃতি তৈরি করছে কিনা এমন প্রশ্নের জবাবে আরাফাত বলেন, ‘‘ভয়ের সংস্কৃতি তৈরি এত সহজ না৷ মার্কিন যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন উগ্রবাদী গোষ্ঠীর স্টুয়ার্ট রডস-সহ ১১ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছে৷ তাহলে সেক্ষেত্রেও তো বিরোধী কণ্ঠস্বর রোধ করা হচ্ছে বলতে হবে৷''
অন্যদিকে, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার দাবি, অবৈধ,অত্যাচারী অসৎ সরকার জোর করে ক্ষমতায় আছে৷ বিরুদ্ধ কথা বললেই আক্রমণ করা হচ্ছে৷ পাল্টা মোহাম্মদ এ আরাফাতের দাবি, প্রতিদিন বাংলাদেশে একাধিক টেলিভিশন সমালোচনা করে, আওয়ামী লীগের৷ সতখন তো কোনও মামলা হয়না৷ কিন্তু অন্ধকারের দল–এ জাতীয় কথায় সাম্প্রদায়িক উসকানি আছে৷ ঘৃণা ছড়ানোর বিষয় রয়েছে৷
কিবরিয়া অভিযোগ করেন, ‘‘লেখক মুশতাক আহমেদকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল কার্টুন শেয়ারের জন্য৷ পরবর্তীতে তার মৃত্যু হয়৷ বাংলাদেশে আওয়ামী লিগের হাতে অস্ত্র, ছাত্ররা গুন্ডা৷ যে কারও ক্ষতি করতে পারে আওয়ামী সরকার৷’’
টক শোতে উঠে এসেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে ব়্যাবকে বাদ দেওয়ার অনুরোধ জানিয়ে হিউম্যান রাইটস ওয়াচসহ একাধিক মানবাধিকার সংগঠনের চিঠি দেওয়ার বিষয়টি৷ ড. রেজা কিবরিয়ার মনে করেন, ‘‘এটি বাংলাদেশের জন্য অশনি সংকেত৷’’
ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনের এক প্রশ্নের উত্তরে মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘‘আওয়ামী লীগ করেন এমন অনেক এমপির বিরুদ্ধেও মামলা রয়েছে৷ মামলা যদি অন্যায়ভাবে না হয়, তাহলে ক্ষতি কী৷’’
তিনি বলেন, ‘‘প্যান্ডোরা, পানামায় বিএনপির নাম রয়েছে, আওয়ামী লীগের নাম নেই৷ চুরি ধরা পড়লে বাংলাদেশ উপকৃত হবে৷’’
ড. রেজা কিবরিয়া আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘‘বাংলাদেশের অর্থনীতি এ মুহূর্তে ঝুঁকিপূর্ণ৷ আমেরিকার চাপের ফলে বড়সড় প্রভাব পড়তে পারে অর্থনীতিতে৷’’
বাংলাদেশের ভিতরে কি সরকারের উপর বিরোধী দলের কোনও চাপ নেই? সঞ্চালক খালেদ মুহিউদ্দীনের এমন প্রশ্নের উত্তরে তিনি দাবি করেন, ‘‘খুন করে মানুষকে চুপ করিয়ে দেওয়া হয়েছে৷ সত্যি প্রকাশ্যে আসা প্রয়োজন৷’’
ড. রেজা কিবরিয়া বলেন, ‘‘হাসিনা ও তার মন্ত্রীদের বিশ্ব সম্পর্কে জ্ঞান নেই৷ সারা বিশ্ব থেকে আরও বেশি চাপ আসতে পারে৷'' পরিবর্তন আসার দিকেও ইঙ্গিত করেন তিনি৷
তবে, মোহাম্মদ এ আরাফতের দাবি, ‘‘অভিযোগের সবটাই সূত্রহীন, ভিত্তিহীন৷’’