1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের তদন্ত রিপোর্ট দাখিলে বিলম্ব

৩০ জুলাই ২০১১

জামায়াতের ৪ শীর্ষ নেতা ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে নির্ধারিত সময় আগষ্টে তদন্ত প্রতিবেদন জামা দিতে পারছেনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল৷ তদন্ত দলের সমন্বয়কারী আব্দুল হান্নান খান একথা জানিয়েছেন৷

https://p.dw.com/p/126GL
Four Jamat Leaders of Bangladesh Caption/Text: Four Jamaat leaders (From Left) Maolana Motiur Rahman Nijamee, Ali Ahsan Muhammad Mujaheed, Kamaruzzaman and Maolana Abdul Qader Mollah Zulieferer: A H M Abdul Hai Eingestellt am 25. Juli 2010
জামাতের আটক চার নেতাছবি: Harun Ur Rashid Swapan

যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেফতার করা হয় গত ১৫ই ডিসেম্বর৷ তাকে ইতিমধ্যে সেফ হোমে নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ ট্রাইবুন্যাল গত জুনে প্রসিকিউশন টিমকে আগামী ১লা আগষ্ট তার বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়৷ কিন্তু তদন্ত দলের সমন্বয়কারী আব্দুল হান্নান খান জানিয়েছেন, তা সম্ভব হবেনা ৷ কারণ সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার তদন্ত কর্মকর্তার স্ত্রী গুরুতর অসুস্থ৷ তাই তারপক্ষে নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা সম্ভব হবেনা৷ ঈদের পরে তদন্ত রিপোর্ট দাখিল সম্ভব হতে পারে৷

অন্যদিকে জামায়াত নেতা মুজাহিদ, নিজামী, কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লোকে গ্রেফতার করা হয় গত বছরের আগষ্টে৷ ট্রাইবুন্যালের নিয়ম অনুযায়ী আটকের ১ বছরের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে৷ কিন্তু ট্রাইবুন্যালের তদন্ত দল তা পারছেনা৷ আগষ্টে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দেয়ার নির্দেশ থাকলেও হান্নান খান জানান, তদন্তের জন্য কোন সময়সীমা থাকতে পারেনা৷ তিনি বলেন, ডিসেম্বরে ৪ জামায়াত নেতার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দেয় সম্ভব হবে৷

তবে জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে বিচার শুরু হচ্ছে আগষ্টেই৷ ওই মাসেই তার বিরুদ্ধে অভিযোগ গঠন হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য