1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আদালতে পেশি শক্তি প্রদর্শন কাম্য নয়: ড. এম জহির

৬ আগস্ট ২০১১

হাইকোর্টে সৃষ্ট জটিলতা নিরসনে সব পক্ষের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতার কথা বলেছেন দেশের আইনজ্ঞরা৷ তাদের মতে, সবপক্ষই রাজনৈতিকভাবে চিন্তা করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷

https://p.dw.com/p/12BxX
High Court building in dhaka, bangladesh, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ফাইল ফটোছবি: DW/Harun Ur Rashid Swapan

তবে তারা মনে করেন, আদালতের কোন রায় পছন্দ না হলে আপিল করা যেতে পারে৷ কিন্তু তার প্রতিক্রিয়ার ভাঙচুর কোনভাবেই গ্রহণযোগ্য নয়৷

হাইকোর্টে ২০০৬ সালের পর আবারো হাঙ্গামার ঘটনা ঘটল৷ আর এতে উদ্বিগ্ন দেশের আইনজ্ঞরা৷ সংবিধান বিশেষজ্ঞ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান ড. শাহদীন মালিক বলেন, একটি মামলায় আদালতের পর্যবেক্ষণ নিয়ে কিছুসংখ্যক আইনজীবী যে আচরণ করছেন, তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়৷ তবে সব পক্ষকেই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে৷

আর খ্যাতিমান আইনজীবী ড. এম জহির মনে করেন, কিছু আইনজীবীর অতি রাজনৈতিক আচরণ এই পরিস্থিতির জন্য দায়ী৷ তারা এসব ঘটনা ঘটিয়ে দলের প্রতি তাদের আনুগত্য দেখাতে চায়৷ এই দুজন আইনজ্ঞ মনে করেন, দলগুলো সব কিছু তাদের দখলে রাখতে চায়৷ তাদের মতে, মেধার পরিবর্তে অন্য বিবেচনা যখন কাজ করে, তখন এরকম অযৌক্তিক ঘটনা ঘটে৷

ড. শাহদীন মালিক বলেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আলাপ আলোচনার কোন বিকল্প নাই৷ সব পক্ষকে দেশের সর্বোচ্চ আদালতের ভাবমূর্তি মাথায় রেখে কাজ করতে হবে৷

ড. এম জহির মনে করেন, আইনগত কোন মতবিরোধের জবাব আইন দিয়ে দিতে হবে৷ কোন রায় পছন্দ না হলে তার বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে হবে৷ পেশি শক্তি প্রদর্শন কাম্য নয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য