1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগ

৩ এপ্রিল ২০১২

চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনাল নিশ্চিত করতেই কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও অলিম্পিক মার্সেই৷ অন্যদিকে আগামীকাল লড়বে রেয়াল মাদ্রিদ ও নিকোশিয়া৷

https://p.dw.com/p/14X0D
ছবি: dapd

বায়ার্ন-মার্সেই খেলায় বায়ার্নই জনপ্রিয়....

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের নক আউট পর্বের খেলায় মঙ্গলবার রাতে মুখোমুখি হবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেই৷ জার্মানির মিউনিখে আলিয়ানৎস আরেনা স্টেডিয়ামে লড়বে তারা৷

বায়ার্নের খেলোয়াড়রা এখন দলগত ভাবেই রয়েছে দুর্দান্ত ফর্ম-এ৷ তাছাড়া মারিও গোমেজ ও আরিয়ান রবেন-ও খেলছে অসাধারণ৷ তার উপরে মাত্র গত সপ্তাহেই অলিম্পিক মার্সেইকে দুই-শূন্য গোলে হারিয়েছে বায়ার্ন৷ তাই, বায়ার্নের মনোবল এখন ভীষণ চাঙ্গা৷

সব মিলিয়ে বায়ার্ন শিবিরে এমনিতেই বইছে জয়ের সুবাতাস৷ তার উপরে খেলাটা আবার হতে যাচ্ছে একেবারে নিজের দেশে; মিউনিখে, নিজের মাটিতেই৷ তাই, দর্শকদের প্রত্যাশাটাও অনেক বেশি৷

অলিম্পিক মার্সেই এর কোচ দিদিয়ে দেশঁ-ও বায়ার্নের এই এগিয়ে থাকাটা স্বীকার করেছেন৷ তিনি বলেছেন, ‘‘আমরা জানি, নিজের মাটিতে বায়ার্ন অসাধারণ খেলে৷ কিন্তু এর পরেও আমরা আমাদের সবোর্চ্চ চেষ্টা করে যাবো৷''

তবে, অলিম্পিক মার্সেই'এর জন্য একটা সুখবর হলো, ইনজুরি কাটিয়ে আজ রাতের খেলায় দলে যোগ দেবে লোয়াক রেমি৷ সেই সাথে সাময়িক বরখাস্ত থাকার পর, আজ আবার রাতে মাঠে ফিরবেন মার্সেই এর গোল রক্ষক স্টিভ মান্ডানা-ও৷

তাই, দর্শকরা যতোই ভাবুক, অলিম্পিক মার্সেই দুর্বল এবং বার্য়ান মিউনিখ আজকের খেলায় জিতবেই, দর্শকদের এসব ভাবনা একেবারেই পাত্তা দিচ্ছেন না বায়ার্ন এর কোচ ইয়ুপ হাইনকেস৷ খেলোয়াড়দেরকে তিনি সতর্ক করে বলেছেন, ‘প্রতিপক্ষকে ‘আন্ডারএস্টিমেট' করা বা দুর্বল ভাবাটা খুবই ভুল হবে৷'

Champions League APOEL Nicosia Real Madrid
বুধবার মাঠে নামবে রেয়াল আর নিকোশিয়াছবি: picture-alliance/dpa

প্রস্তুত মাদ্রিদ-নিকোশিয়া...

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের নকআউট পর্বের খেলায় বুধবার মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব রেয়াল মাদ্রিদ এবং সাইপ্রাস এর ক্লাব এপিওইএল নিকোশিয়া৷ এই খেলায় যে জিতবে তার জন্যই নিশ্চিত হবে সেমিফাইনালের টিকিট৷

সাইপ্রাসের কোনো ফুটবল ক্লাব এই প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের খেলায়৷ গত জুলাই-এ দ্বিতীয় কোয়ালিফাইং রাউন্ড থেকেই দারুণ খেলছে সাইপ্রাস'এর খেলোয়াড়রা৷

নিকোশিয়া'র তারকা ফুটবলার মার্সেলো বলেছে, ‘সেমি-ফাইনালে জায়গা করে নিতে সর্বোচ্চ লড়াই তারা করবে৷'

তবে আগামী কালকের খেলায় নিকোশিয়ার দু'জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মাঠে পাবে না৷ কারণ ডিফেন্ডার মার্সেলো অলিভেরা ও স্ট্রাইকার আইভার ট্রিকোভস্কি ইনজুরিতে আক্রান্ত হয়েছেন৷

অন্যদিকে, ভুবন বিখ্যাত তারকায় ঝলমল করছে স্পেনের ক্লাব রেয়াল মাদ্রিদ৷ নিঃসন্দেহে জনপ্রিয়তার দিক থেকেও তারা রয়েছে অনেকগুণ এগিয়ে৷

যে কোনো খেলায় প্রতিপক্ষকে কুপোকাত করতে রেয়াল'এর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো তো আছেই, তাছাড়া করিম বেনজেমা-ও এই আসরে খেলছেন দারুণ৷

তবে কি-না, প্রতিপক্ষ  নিকোশিয়া কে মোটেই খাটো করে দেখছে না রেয়াল'এর তারকারা৷ তাই মাঠে নামার আগে বেশ ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছে তারা৷

প্রতিবেদন: আফরোজা সোমা/ এপি এএফপি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য