1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নমনীয় অবস্থান নিলো এসপিডি

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)২৪ নভেম্বর ২০১৭

জার্মান প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর এসপিডি দল সরকার গঠনের প্রশ্নে নমনীয় অবস্থান নিয়েছে৷ এই প্রশ্নে সদস্যদের ভোট নেওয়া হবে৷ আগামী সপ্তাহে সম্ভাব্য মহাজোট সরকারের তিন শীর্ষ নেতাকে একসঙ্গে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট৷

https://p.dw.com/p/2oAo3
সেহোফার, ম্যার্কেল ও শুলৎস একসঙ্গে জার্মান প্রেসিডেন্ট স্টাইনমায়ারের আমন্ত্রণ পেয়েছেন
ছবি: picture-alliance/dpa/G. Fischer

জার্মানিতে নির্বাচন-পরবর্তী অনিশ্চয়তা কাটাতে বৃহস্পতিবারের দিনটি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ৷ এদিন জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার এসপিডি দলের প্রধান মার্টিন শুলৎসের সঙ্গে নিভৃতে আলোচনা করেন৷ তবে প্রকাশ্যে এ বিষয়ে কিছু জানানো হয়নি৷ উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে স্থায়ী সরকার গঠনের চাবিকাঠি এসপিডি দলের হাতে৷ এতদিনের অনমনীয় মনোভাব ছেড়ে এই দল চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ইউনিয়ন শিবিরের সঙ্গে মহাজোট সরকার গঠন করলে জার্মানির ক্ষমতাকেন্দ্রে অনিশ্চয়তা কাটতে পারে৷

শুলৎস শুক্রবার গভীর রাত পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন৷ প্রায় ৮ ঘণ্টা ধরে আলাপ-আলোচনার পর এসপিডি দল জানিয়েছে, তারা নীতিগতভাবে অন্য দলের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে প্রস্তুত৷ শুক্রবার শুলৎস বলেন, মহাজোট সরকারে অংশ নেবার প্রশ্নে এসপিডি দলের সদস্যদের রায় নেওয়া হবে৷ কিন্তু তিনি আরও বলেন, রায়ের ফলাফল ইতিবাচক হলেই এসপিডি সরকারের শরিক হবে, এমন কোনো নিশ্চয়তা নেই৷ 

আপাতত প্রেসিডেন্ট স্টাইনমায়ার অন্যান্য দলের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাবেন৷ তারপর পরিস্থিতি অনুযায়ী এসপিডি দল পরবর্তী সিদ্ধান্ত নেবে৷ অর্থাৎ আগামী সপ্তাহের আগে এ বিষয়ে কোনো অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে না৷

এদিকে স্টাইনমায়ার আগামী সপ্তাহে সম্ভাব্য মহাজোট সরকারের তিন শীর্ষ নেতাকে একসঙ্গে আমন্ত্রণ জানিয়েছেন৷ সিডিইউ দলের আঙ্গেলা ম্যার্কেল, সিএসইউ দলের হর্স্ট সেহোফার ও এসপিডি দলের মার্টিন শুলৎস একসঙ্গে প্রেসিডেন্টের ডাক পাওয়ায় মহাজোট গঠনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে৷

নির্বাচনে দলের ঐতিহাসিক বিপর্যয়ের পর এসিপিডি নেতা মার্টিন শুলৎস সাফ জানিয়ে দিয়েছিলেন, ভোটারদের রায় মেনে তাঁর দল বিরোধী আসনে বসবে, এবার আর মহাজোট সরকারের অংশ হবে না৷ জামাইকা জোট গঠনের প্রচেষ্টা ব্যর্থ হবার পরেও তিনি নিজের অবস্থানে অটল ছিলেন৷ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর দলকে সেই অবস্থান থেকে সরে আসতে হলো৷ ফলে শুলৎস পদত্যাগ করবেন, এমন গুজব শোনা যাচ্ছিল৷ কিন্তু দলীয় নেতৃত্ব সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে৷ নিজের মুখরক্ষা করে নতুন পরিস্থিতিতে দলের মধ্যে সমর্থন আদায় করে পরবর্তী পদক্ষেপ নিতে হবে৷

এসপিডি দল অন্য দলগুলির সঙ্গে আলোচনায় রাজি হলেই যে দ্রুত মহাজোট সরকার গঠন করা সম্ভব হবে, এমন কোনো নিশ্চয়তাও দেখা যাচ্ছে না৷ ম্যার্কেলের ইউনিয়ন শিবির শুরু থেকেই এসপিডি দলের জন্য দরজা খোলা রেখেছে৷ এবার তাদেরই প্রথম উদ্যোগ নিতে হবে৷ মহাজোটের পাশাপাশি অন্য একটি বিকল্পের কথাও এসপিডি মহলে শোনা যাচ্ছে৷ ইউনিয়ন শিবিরের দুই দল মিলে মন্ত্রিসভা গঠন করলে এসপিডি সেই সংখ্যালঘু সরকারকে বাইরে থেকে সমর্থন দিতে পারে৷ তবে ম্যার্কেল এমন সমাধানসূত্র মেনে নেবেন, তা মনে করা কঠিন৷