1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগামী একমাস তিহারেই থাকতে হবে অনুব্রতকে

২ জুন ২০২৩

আদালতে গরমের ছুটি পড়ে গেছে। তাই আগামী একমাস জামিনের আবেদনও করতে পারবেন না তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

https://p.dw.com/p/4S6Qv
অনুব্রত মণ্ডল
ছবি: Satyajit Shaw/DW

তিনি এবং তার মেয়ে দুইজনেই তিহার জেলে বন্দি। গরুপাচারকাণ্ড-সহ একাধিক মামলা আছে তাদের বিরুদ্ধে। গত কয়েকমাস ধরে বার বার তিহার থেকে বার হওয়ার আবেদন করছেন তৃণমূলের বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। তিহার থেকে রাজ্যের জেলে ফিরে আসার আবেদনও জানিয়েছেন তিনি। কিন্তু আদালত জানিয়ে দিয়েছে, গরমের ছুটি পড়ে যাওয়ার ফলে আপাতত এক মাস তার মামলার শুনানি হবে না। ফলে আপাতত দিল্লির তিহার থেকে নিস্তার মিলছে না অনুব্রত এবং তা মেয়ের।

এদিকে অনুব্রত জানিয়েছেন, তিনি শারীরিকভাবে অসুস্থ। তাই তৃণমূলের দুই সাংসদ দিল্লি গিয়ে জেলে তার সঙ্গে দেখা করতে পারেন বলে তৃণমূলসূত্র জানিয়েছে। দলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং বোলপুরের সাংসদ অসিত মাল শুক্রবার তার সঙ্গে দেখা করতে পারেন। অনুব্রতের কন্যার সঙ্গেও তারা দেখা করতে পারেন।

রাজনৈতিকভাবে তৃণমূল সাংসদদের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কোনো নেতা তার সঙ্গে দেখা করেননি। তৃণমূলের সাবেক মহাসচিব তথা সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও জেলে। তার সঙ্গেও কেউ দেখা করেননি। পার্থের সঙ্গে এখনো দেখা করার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে অনুব্রতের সঙ্গে দেখা করার রাজনৈতিক তাৎপর্য আছে। বীরভূমে অনুব্রতের প্রভাব এবং ক্ষমতা এখনো বজায় আছে। ফলে জেলবন্দি অনুব্রতের পাশে দল আছে, এই বার্তা দিয়ে পঞ্চায়েত ভোট পকেটস্থ করার চেষ্টা করছে তৃণমূল, এমনই মনে করছে রাজনৈতিক মহল। বস্তুত, এই কারণেই কিছুদিন আগে স্বয়ং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অনুব্রতের নাম উচ্চারণ করেছিলেন।

এসজি/জিএইচ (পিটিআই)