1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইসিসি ১০ দলের বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে

২০ এপ্রিল ২০১১

২০১৫ সালের বিশ্বকাপ কেবল আইসিসি'র পূর্ণ সদস্য হিসেবে তালিকাভুক্ত দেশগুলোর মাঝে সীমিত রাখার বিতর্কিত সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে দেখবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল৷ জুন মাসে আইসিসি'র বোর্ড সম্মেলনে এনিয়ে আলোচনা হবে৷

https://p.dw.com/p/10xEo
আইসিসি'র প্রধান নির্বাহী হারুন লোরগাটছবি: AP

এ বছর বিশ্বকাপের পর ৪ এপ্রিল আইসিসি'র বোর্ড সভা হয় ভারতের মুম্বই এ৷ সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, আইসিসি'র মোট চৌদ্দটি সদস্য দেশ থেকে আয়ারল্যান্ড, কেনিয়া, নেদারল্যান্ডস এবং ক্যানাডার মতো সহযোগী সদস্য দেশগুলোকে বাদ দিয়ে কেবল পূর্ণ সদস্য দশটি দেশ ২০১৫ সালের বিশ্বকাপে অংশগ্রহণ করবে৷

নীতি নির্ধারকরা আরও জানান, আইসিসি'র সহযোগী ও অধিভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের মতামত পাওয়ার পর আইসিসি সভাপতি শারদ পাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তিনি আগামী জুন মাসে হংকং এ অনুষ্ঠিতব্য আইসিসির বার্ষিক সম্মেলনে এ বিষয়টি তুলবেন এবং এ ব্যাপারে নতুন করে ভাবনাচিন্তা করার প্রস্তাব দেবেন৷

Cricket Fans Indien
বিশ্বকাপ জয়ের পর ভারতে উচ্ছ্বাসছবি: UNI

শারদ পাওয়ার বলেছেন, ‘‘এই বিষয়টি নিয়ে আরেকবার আরও গভীরভাবে চিন্তা করার জন্য আমি বোর্ডের সদস্যদের অনুরোধ জানাবো৷''

এপ্রিলের ৪ তারিখে মুম্বাই এ অনুষ্ঠিত নির্বাহী বোর্ডের ঐ সভায় আরেকটি বিষয়ে একমত হয়আইসিসি৷ সেটি হলো, ২০১৯ সালের বিশ্বকাপে খেলার জন্যও দলগুলোকে একইভাবে নির্বাচন করা হবে৷ অর্থাৎ কেবল পূর্ণ সদস্য দশটি দেশ খেলায় অংশ নিতে পারবে৷

এবছর বিশ্বকাপ ক্রিকেট চলে ৪৩ দিন পর্যন্ত৷ এতোদিন ধরে বিশ্বকাপ চলায় এমনিতেই সমালোচনার মুখে পড়েছে আইসিসি৷ তাই নতুন করে আরেকটি ইস্যুতে সমালোচনার মুখে না পড়ার জন্যই সভাপতির এই বক্তব্য বলে মনে করা হচ্ছে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক