1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে: শেখ হাসিনা

২৭ জুন ২০১১

বর্তমান সরকারের বিভিন্ন সফলতা তুলে ধরলেন খোদ শেখ হাসিনা৷ গণমাধ্যমে প্রকাশিত তাঁর বিশেষ লেখায় উঠে এসেছে সাফল্যের নানা তথ্য৷ এছাড়া, চট্টগ্রামের আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় আসামি করা হয়েছে নিজামী-বাবরকে৷

https://p.dw.com/p/11juj
(FILES) Picture dated 21 December 2008 shows Bangladeshi former prime minister and president of the Awami League Sheikh Hasina Wazed waving to supporters in a election campaign rally at Motijheel, Dhaka, Bangladesh. Bangladesh?s Awami League-led alliance of former premier Sheikh Hasina Wazed won a landslide victory in general elections, officials said 30 December 2008. According to the election commission, the Awami League alliance won 262 out of 299 parliamentary seats while its main rival, the Bangladesh Nationalist Party-led alliance, took only 32 seats. EPA/ABIR ABDULLAH +++(c) dpa - Report+++
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: Picture-alliance/dpa

‘ভালোর পসরা'

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ লেখা প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ৷ শিরোনাম, ‘ভালোর পসরা'৷ বর্তমান সরকারের কর্মকাণ্ড সম্পর্কে হাসিনা লিখেছেন, ‘‘২০০১ সালে যে মোটা চাল মাত্র ১০ টাকা ছিল (আওয়ামী লীগ সরকারের আমলে), সেই চাল ২০০৮ সালে ৪০-৪৫ টাকা হয়েছিল, তা কমিয়ে ১৮ টাকায় আনা হয়৷ কৃষকের খরচ পোষানো হয়৷ প্রতি কেজি চাল ৩২-৩৪ টাকায় ঢাকার বাজারে এবং ঢাকার বাইরে ২৬-২৭ টাকায়ও পাওয়া যায়''৷

প্রধানমন্ত্রী আরো লিখেছেন, ‘‘বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকার বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে৷ সরকারি ও বেসরকারিভাবে প্রায় ৭১টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে৷ দুই বছরেই ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ অতিরিক্ত উৎপাদন হয়েছে৷ গ্যাস উৎপাদন বেড়েছে, আরো বৃদ্ধির কাজ চলছে৷ আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে''৷ তবুও এক শ্রেণীর মানুষ সন্তুষ্ট নন বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু কন্যা৷

দশ-ট্রাক অস্ত্র উদ্ধার মামলা

দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘নিজামী-বাবরসহ ১১ নতুন আসামি'৷ জামায়াত নেতা মতিউর রহমান নিজামী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১১ জনকে নতুন আসামি করে বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার সম্পূরক চার্জশিট দাখিল করা হয়েছে৷ যুগান্তরের দাবি, এই মামলার সাক্ষীদের জবানবন্দিতে সাবেক স্বরাষ্ট্র সচিব ওমর ফারুক-এর নাম থাকলেও তাকে আসামি করা হয়নি৷ বিষয়টিকে ‘রহস্যজনক' আখ্যা দিয়েছে পত্রিকাটি৷ এছাড়া দৈনিক সমকাল লিখেছে, ‘আসামি নিজামী, বাবর, রহিম রেজ্জাকুল'৷ ১০ ট্রাক অস্ত্রের চালান বাংলাদেশে আনা এবং তা খালাস পর্যন্ত পুরোটাই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তৎকালীন শীর্ষস্থানীয় কর্মকর্তাদের তত্ত্বাবধানে হয়েছে বলে তদন্ত সংস্থা প্রমাণ পেয়েছে৷

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

‘সরকার হটিয়ে তত্ত্বাবধায়কের অধীনেই নির্বাচন হবে' - শিরোনাম করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন একথা৷ রবিবার ঢাকায় তিনি বলেন, ‘‘আমরা আন্দোলনে আছি৷ আগামীতে কঠিন কর্মসূচি দেওয়া হবে৷ এই গণবিচ্ছিন্ন সরকারকে আন্দোলনের মাধ্যমে হটানো হবে''৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই