1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বাণিজ্যবাংলাদেশ

আইএমএফের ঋণেও রিজার্ভ সংকট কাটবে না

হারুন উর রশীদ স্বপন বাংলাদেশ
১২ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণের ২য় কিস্তি পেতে বাংলাদেশের কোনো অসুবিধা হবে বলে মনে করেন না অর্থনৈতিক বিশ্লেষকেরা৷ তবে এই ঋণের অর্থ দিয়ে বাংলাদেশের রিজার্ভের পতন ঠেকানো যাবে না বলে মত তাদের৷

https://p.dw.com/p/4a4Yj
আইএমএফ লোগো
ঋণের প্রত্যেক কিস্তির অর্থ ছাড়ের সময় পরবর্তী কিস্তির শর্ত ঠিক করে দেয় আইএমএফছবি: Maksym Yemelyanov/Zoonar/picture alliance

ওয়াশিংটন ডিসিতে মঙ্গলবার সেখানকার স্থানীয় সময় সকাল ৯টায় আইএমএফের বোর্ড সভা বাংলাদেশের দ্বিতীয় কিস্তির ঋণ ছাড় নিয়ে বৈঠকে বসছে৷ বাংলাদেশের স্থানীয় সময় তখন রাত ৮টা৷ ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় করা হলে বাংলাদেশ ৬৮ কোটি ১০ লাখ ডলার পাবে এই মাসেই৷ গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ঋণের প্রথম কিস্তি ৪৯ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার পায়।৷ মোট ছয় কিস্তিতে ২০২৬ সালের মধ্যে মোট ৪৭০ কোটি ডলার ছাড়ের কথা৷

অবশ্য আইএমএফ প্রত্যেক কিস্তি ছাড়ের সময় পরবর্তী কিস্তি ছাড়ের শর্ত ঠিক করে দেয়৷ গত অক্টোবরে আইএফএফের প্রতিনিধি দল ঢাকা সফর করে ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে পরিস্থিতি মূল্যায়ন করতে৷ তখন বাংলাদেশ দুইটি শর্ত পুরণ করতে ব্যর্থ হলেও আইএমএফের রিভিউ মিশনের কর্মকর্তারা দ্বিতীয় কিস্তির ঋণ ছাড়ের ব্যাপারে একমত হয়ে  আইএমএফ বোর্ডে সুপারিশ করে প্রতিবেদন দেন৷ আইএমএফের শর্ত ছিলো নিট রিজার্ভ ২৪.৬ বিলিয়ন ডলার থাকতে হবে৷ সেটা বাংলাদেশের ছিল না৷ আর রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনেও ব্যর্থ হয় এনবিআর৷ তবে বাংলাদেশর সঙ্গে আলাপ আলোচনা করে ওই দুইটি শর্তে কিছুটা ছাড় দেয় আইএমএফ৷

নির্বাচনের আগে রোডম্যাপ চূড়ান্ত করা দরকার: ড. সেলিম রায়হান

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান বলেন, ‘‘দ্বিতীয় কিস্তির ঋণের ব্যাপারে আইএমএফ যে রিভিউ করেছে সেখানে কিন্তু দ্বিতীয় কিস্তি ছাড়ের ব্যাপারে আমি কোনো আশঙ্কা দেখিনি৷ যদিও বাংলাদেশ দুইটি ক্ষেত্রে শর্ত পূরণ করতে পারেনি তারপরও আমার মনে হয়েছে আইএমএফ দ্বিতীয় কিস্তির ঋণ ছাড় করবে৷''

আর বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন,‘‘দ্বিতীয় কিস্তি বাংলাদেশ সহজেই পেয়ে যাচ্ছে৷ কারণ যখন বোর্ড সভায় ওঠে তার আগেই চড়াই উৎরাই পার হয়ে যায়৷ ফলে এই কিস্তি বাংলাদেশের পেতে কোনো সমস্যা হবে না৷ প্রত্যেক কিস্তি ছাড়ের আগেই আইএমএফ মূল্যায়ন করে৷  দ্বিতীয় কিস্তিতে আইএমএফ বাংলাদেশকে রিজার্ভ এবং রাজস্ব আয়ের টার্গেটে ছাড় দিয়েছে৷ আর ব্যাংকিং খাতে সুদের হার, ডলারের ফ্লোটিং রেট-এসব বিষয়ে বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিয়েছে৷ কিন্তু তৃতীয় কিস্তির সময় ওই শর্তগুলো আবার আসবে৷''

বাংলাদেশ এখন রিজার্ভ এবং ডলার সংকটে ভুগছে৷ ধারাবাহিকভাবে রিজার্ভ কমছে৷ সর্বশেষ বাংলাদেশের প্রকৃত বা ব্যবহারযোগ্য  রিজার্ভ এখন ১৬ বিলিয়ন ডলারের কম৷ ২০২১ সালের আগস্টে বাংলাদেশের রিজার্ভ ছিলো ৪৮ বিলিয়ন ডলার৷ তাই আইএমএফের দ্বিতীয় কিস্তির ঋণ রিজার্ভ সংকট সামাল দিতে কতটা ভূমিকা রাখবে?

এর জবাবে ড. সেলিম রায়হান বলেন, ‘‘প্রয়োজনের তুলনায় এই ঋণের পরিমাণ তত বেশি না৷ তারপরও ডিসেম্বরের শেষ নাগাদ  যদি আমরা  ঋণের এই কিস্তিটা পাই তাহলে রিজার্ভ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে৷ তার চেয়ে বড় ব্যাপার হলো বাংলাদেশের এই অর্থনেতিক সংকটের সময় আইএমএফের  দ্বিতীয় কিস্তির ঋণ পাওয়া ইতিবাচক হিসেবে কাজ করবে৷ দেশি-বিদেশি বিনিয়োগকারীসহ সামগ্রিকভাবে অর্থনীতিতে আস্থা ফেরাতে সহায়ক হবে৷''

রিজার্ভে এটা সামান্যই ভূমিকা রাখবে: ড. জাহিদ হোসেন

তিনি বলছেন, ‘‘বিশ্বব্যাংক ও এডিবি থেকেও কিছু ঋণ পাওয়া যাবে৷ আইএমএফের ঋণ ছাড় তাতে সহায়তা করে৷ আইএমএফের মূল্যায়ন সবাই ফলো করে৷  আইএমএফ যখন প্রথম ঋণ দিল তারপর কিন্ত বিশ্বব্যাংকও ঋণ দেয়৷ তবে বাংলাদেশ রিজার্ভসহ পুরো অর্থনীতি নিয়ে যে গভীর সংকটে আছে তা আইএমএফের এই অল্প পরিমাণ ঋণ দিয়ে কাটানো সম্ভব নয়৷ এজন্য সবার আগে প্রয়োজন অর্থনেতিক সংস্কার৷ কিন্তু সংস্কারের বিষয়গুলো এখনো সুস্পষ্ট করা হচ্ছে না৷ বলা হচ্ছে নির্বাচনের পরে করা হবে৷ আমার মনে হয় নির্বাচনের আগে রোডম্যাপ চূড়ান্ত করা দরকার ৷''

আইএমএফ যে শর্ত বাংলাদেশকে দিয়েছে তার মধ্যে প্রধান তিনটি শর্ত হলো নির্দিষ্ট পরিমাণ রিজার্ভ রাখতে হবে, বেঁধে দেয়া লক্ষ্য অনুযায়ী রাজস্ব আদায় করতে হবে এবং ঋণ খেলাপি ও ঋণের অব্যবস্থাপনা কমাতে হবে৷

ড. জাহিদ হোসেন  বলেন, ‘‘আইএমএফের বোর্ড বৈঠকের পর জানা যাবে ঋণের তৃতীয় কিস্তি পেতে বাংলাদেশকে কী কী  শর্ত পূরণ করতে হবে৷ তারা তাদের এ সংক্রান্ত ডকুমেন্ট তাদের ওয়েবসাইটেই প্রকাশ করবে৷ এইএমএফের দ্বিতীয় কিস্তির যে অর্থ তা দিয়ে রিজার্ভ সংকটের তেমন কিছু করা যাবে না৷ এর সঙ্গে বিশ্বব্যাংক থেকে বাজেট সহায়তা হয়তো ৫০০ মিলিয়ন ডলার পাওয়া যাবে৷ এডিবি থেকেও কিছু পাওয়া যাবে৷ কিন্তু বাংলাদেশ ব্যাংক তো মাসে এখন ১০০ কোটি ডলারের বেশি  বিক্রি করছে৷ আইএমফের দ্বিতীয় কিস্তি ওই ডলারের চার ভাগের তিন ভাগ মাত্র৷ ফলে রিজার্ভে এটা সামান্যই ভূমিকা রাখবে৷ রিজার্ভের যে পতনের ধারা তা রোধ করতে হলে রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ বাড়াতে হবে৷''

এদিকে বাংলাদেশ ব্যাংক ৭ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে জানিয়েছে চলতি মাসে রিজার্ভ কমবে না৷ এই মাসে এক বিলিয়ন ডলারের ঋণ ও বাজেট সহায়তা আসবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান