1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যাথলেটিক্সে নারীদের দলে থাকবে না ট্রান্সরা

২৪ মার্চ ২০২৩

এমনই ঘোষণা দিয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক কাউন্সিল। দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

https://p.dw.com/p/4P9lO
অ্যাথলেটিক্সে মেয়েদের দলে নেই ট্রান্সজেন্ডাররা
ছবি: Jonathan Ferrey/Getty Images

ওয়ার্ল্ড অ্যথলেটিক কাউন্সিল বৃহস্পতিবার জানিয়েছে, অ্যাথলেটিক্সে নারীদের কোনো ইভেন্টে ট্রান্সজেন্ডার নারীরা অংশ নিতে পারবেন না। বস্তুত, অ্যাথলেটিক্স এবং সাঁতারে এই নিয়ে এর আগে তীব্র বিতর্ক হয়েছে। ট্রান্সরা নারীদের দলে অংশ নিয়ে অতিরিক্ত সুবিধা পাচ্ছেন, এমন অভিযোগ উঠেছিল। বহু আলোচনার পর অ্যাথলেটিক কাউন্সিল ট্রান্সদের নারীদের দল থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

পাকিস্তানের এক অধিকারকর্মীর লিঙ্গ রুপান্তরের কাহিনি

কাউন্সিল জানিয়েছে, এই সিদ্ধান্ত নেয়ার আগে অলিম্পিক কমিটি এবং একাধিক ট্রান্সজেন্ডার সংগঠনের সঙ্গে আলোচনা করা হয়েছে। আপাতত ট্রান্সদের নারীদের দল থেকে বাদ দিলেও এ নিয়ে আরো তথ্য সংগ্রহ করা হবে। তার জন্য একটি কমিটিও তৈরি করা হয়েছে। যারা এবিষয়ে গবেষণা করবে এবং আরো নতুন নতুন তথ্য সংগ্রহ করবে। 

এই মুহূর্তে আন্তর্জাতিক পর্যায়ে কোনো ট্রান্সজেন্ডার অ্যাথলেটিক নেই। কিন্তু সাঁতারে আছেন। ট্রান্সজেন্ডারদের নারীদের দলে আদৌ রাখা ঠিক কি না, সাধারণ নারীর থেকে তারা শারীরিকভাবে শক্তিশালী কি না, এই প্রশ্নগুলি বার বার সামনে এসেছে। একাধিকবার ট্রান্সদের বিরুদ্ধে সরব হয়েছেন অন্য নারী অ্যাথলিটরা। ফলে বিষয়টি আলোচনার মধ্যেই ছিল। এবার সে বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত নেয়া হলো। 

আনুষ্ঠানিকভাবে কোনো ট্রান্সজেন্ডার সংগঠন এখনো এবিষয়ে কথা বলেনি। তবে এনিয়ে নিজেদের অভিমত তারা আগেই জানিয়েছিল। তারা মনে করে, ট্রান্সজেন্ডারদের নারীদের দলেই সুযোগ পাওয়া উচিত। এখন দেখার, অ্যাথলেটিক কাউন্সিলের এই সিদ্ধান্তের পর তারা কী অবস্থান নেয়!

এসজি/জিএইচ (রয়টার্স)