1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্কার মনোনয়নের দৌড়ে ‘হিউগো’ ও ‘দ্য আর্টিস্ট’

২৪ জানুয়ারি ২০১২

এবছর অস্কারের দৌড়ে মার্টিন স্করসেসে'র থ্রিডি ছবি ‘হিউগো' ১১টি ও সাদা-কালো নির্বাক ফরাসি ছবি ‘দ্য আর্টিস্ট’ ১০টি মনোনয়ন পেল৷ সেরা অভিনেতার সম্মান পেতে পারেন ব্র্যাড পিট বা জর্জ ক্লুনি৷

https://p.dw.com/p/13oqT
**************ACHTUNG: Verwendung nur für redaktionelle Zwecke im Zusammenhang mit der Berichterstattung über den Film und bei Urheber-Nennung)************ Jean Dujardin als George Valentin und Berenice Bejo als Peppy Miller in einer Szene des Stummfilms «The Artist» (undatierte Filmszene). Der Film kommt am 26. Januar 2012 in die deutschen Kinos. «The Artist» hat bei der nächsten Golden-Globe-Verleihung die meisten Gewinnchancen. Der Schwarz-weiß-Film wurde sechs Mal nominiert, unter anderem in der Sparte «Komödie/Musical» und für seine Darsteller Jean Dujardin und Berenice Bejo. Die Golden Globes werden am 15. Januar vergeben. Sie gelten als Vorboten für die Oscars. Foto: Delphi Filmverleih (zu dpa 1252 vom 15.12.2011 - +++(c) dpa - Bildfunk+++
‘দ্য আর্টিস্ট’ ছবির একটি দৃশ্যছবি: picture-alliance/dpa

প্রযুক্তি নির্ভর ত্রিমাত্রিক চলচ্চিত্রের এই যুগেও যে সাদা-কালো নির্বাক একটি ছবিকে ঘিরে এত উৎসাহ উদ্দীপনা দেখা যেতে পারে, তা বিশ্বাস করা কঠিন৷ ‘দ্য আর্টিস্ট' গত দুই মাসে ‘গোল্ডেন গ্লোব' সহ বেশ কয়েকটি পুরস্কার জিতে নিয়েছে৷ এবার হলিউডের সেরা পুরস্কার – অস্কার'এর দৌড়েও ১০টি ক্ষেত্রে মনোনয়ন পেল এই ছবি৷ স্টিভেন স্পিলবার্গ'এর ‘ওয়ার হর্স' এবং ব্র্যাড পিট অভিনীত ‘মানিবল' পেয়েছে ৬টি করে মনোনয়ন৷ তবে মনোনয়নের সংখ্যার বিচারে ‘হিউগো' সামান্য এগিয়ে থাকলেও ক্যাটেগরির মানের বিচারে ‘দ্য আর্টিস্ট’ অবশ্যই আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে৷ আগামী মাসে অস্কার'এর অনুষ্ঠানে সেরা ছবির শিরোপা জেতার স্বপ্ন দেখছেন ‘দ্য আর্টিস্ট'এর কলাকুশলীরা৷ মনে রাখতে হবে, গত আট দশকে কোনো নির্বাক ছবিই অ্যাকাডেমি পুরস্কারের মনোনয়ন পায় নি৷

তবে অস্কার পাওয়া মোটেই অত সহজ নয়৷ উচ্চ মানের বেশ কয়েকটি ছবির সঙ্গে প্রতিযোগিতার লড়াইয়ে নেমে শেষ পর্যন্ত টিকে থাকাই কঠিন৷ শুধু মনোনয়ন পেয়েই সন্তুষ্ট থাকতে হয় অনেককেই৷ জর্জ ক্লুনি অভিনীত ‘দ্য ডিসেনডেন্টস', উডি অ্যালেন'এর বিরল বাণিজ্যিক ছবি ‘মিডনাইট ইন প্যারিস', অ্যামেরিকার নাগরিক অধিকার আন্দোলন সংক্রান্ত ছবি ‘দ্য হেল্প’এর মকো আকর্ষণীয় ছবিও অস্কারের দৌড়ে স্থান পেয়েছে৷ অতএব হাড্ডাহাড্ডি লড়াই অবশ্যম্ভাবী৷

In this image released by NBC, Thomas Langmann, at microphone, accepts the award for Best Motion Picture - Comedy Or Musical for "The Artist" during the 69th Annual Golden Globe Awards on Sunday, Jan. 15, 2012 in Los Angeles. At rear, from left, are Ludovic Bource, James Cromwell, Uggie the dog, Jean Dujardin, Missy Pyle, Penelope Ann Miller, Michel Hazanavicius and Bernice Bejo. (AP Photo/NBC, Paul Drinkwater)
৬৯তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানছবি: dapd

‘দ্য আর্টিস্ট' ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরা হলিউডের জগতে মোটেই পরিচিত নন৷ পরিচালক মিশেল আসানাভিসিয়ুস এমনকি নিজের দেশ ফ্রান্সেও তেমন খ্যাতিমান নন৷ প্রধান অভিনেতা জঁ দুজারদ্যাঁ সেরা অভিনেতার পুরস্কার পেতে পারেন বলেও অনেকে মনে করছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য