1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লন্ডন অলিম্পিক

২৬ জুলাই ২০১২

আর মাত্র একদিন৷ কাল শুক্রবার থেকেই শুরু হচ্ছে অলিম্পিক৷ কেমন হবে তার উদ্বোধনী অনুষ্ঠান?

https://p.dw.com/p/15eq8
ছবি: picture-alliance/dpa

হিলার মিজলে বলছেন ‘অ্যামেজিং', মানে অভাবনীয়৷ ব্রিটিশ এই নাগরিকের কথায় গুরুত্ব দেয়া যায় কেননা তিনি বুধবার উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া দেখার সুযোগ পেয়েছিলেন৷ মিজলের মেয়ে এতে অংশ নিচ্ছে৷ তাঁর মতো প্রায় ১৫ হাজার জন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবে৷

অলিম্পিক সংক্রান্ত নানা কাজে যারা ব্যস্ত থাকবেন তাদের জন্য বুধবার উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া দেখার সুযোগ করে দেয়া হয়েছিল৷

স্লামডগ খ্যাত অস্কার জয়ী চিত্রপরিচালক ড্যানি বয়েল এই অনুষ্ঠানের মূল পরিকল্পনার দায়িত্বে আছেন৷ ‘আইলস অফ ওয়ান্ডার' বা বিস্ময়ের দ্বীপ নামের এই অনুষ্ঠানের জন্য খরচ হবে প্রায় ৩৪২ কোটি টাকা৷ বাংলাদেশ সময় শুক্রবার মধ্যরাত পেরিয়ে দুইটার সময় শুরু হবে এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান৷

মহড়ায় যারা উপস্থিত ছিলেন তাদের একজন নিউজিল্যান্ডের অলি রাইট৷ তিনি বলছেন, সেখানে যা দেখলাম তা এক কথায় অবিশ্বাস্য৷ এর বাইরেও নাকি উদ্বোধনী অনুষ্ঠানে এমন অসাধারণ কিছু প্রদর্শিত হবে যা গোপন রাখার জন্য আমাদের দেখানো হয়নি, বলেন রাইট৷ তবে মহড়ায় কি দেখেছেন তার বিস্তারিত জানান নি৷ কারণ, অনুষ্ঠানের পরিচালক ড্যানি বয়েল নাকি এসব বিষয় কাউকে না জানাতে অনুরোধ করেছেন৷ পাছে, অনুষ্ঠানের আকর্ষণ কমে যায়!

এবারের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে কয়েক বাঙালির অংশগ্রহণ৷ যেমন বিভিন্ন কসরতে অংশ নেবে প্রায় ৯০ জন বাঙালি কিশোর, তরুণ-তরুণী৷ আর একক নৃত্য পরিবেশন করবেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আকরাম খান৷

জেডএইচ / ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য