1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
খেলাধুলাসৌদি আরব

অলিম্পিকে ইকুয়েস্ট্রিয়ানে পদক জেতার আশা সৌদি আরবের

১৮ মে ২০২৪

সৌদি আরব এখন পর্যন্ত ১২টি গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশ নিয়ে দুটি রূপা ও দুটি ব্রোঞ্জ জিতেছে৷ আসন্ন প্যারিস অলিম্পিকে এই সংখ্যা বাড়াতে চায় দেশটি৷

https://p.dw.com/p/4g1To
গ্রিসে অলিম্পিকের মশাল
এবার প্যারিস অলিম্পিকে কারাতে ইভেন্ট নেই৷ তাই এবার পদকের জন্য ইকুয়েস্ট্রিয়ানের ‘শো জাম্পিং' ইভেন্টই লক্ষ্য সৌদি আরবেরছবি: Petros Giannakouris/AP/picture alliance

২০১২ সালেরলন্ডন অলিম্পিকে ইকুয়েস্ট্রিয়ান ইভেন্টে দুটি ব্রোঞ্জ জেতে সৌদি আরব৷ এই সাফল্যের পেছনে আছে বিপুল অর্থ ব্যয়৷ ইকুয়েস্ট্রিয়ান ইভেন্টের জন্য প্রায় ছয় হাজার কোটি টাকা খরচ করে ব্রিটিশ ঘোড়া কেনা হয়েছিল৷

এরপর রিও ও টোকিওতে অনুষ্ঠিত পরের দুই অলিম্পিকে এই ইভেন্টের বাছাইপর্ব থেকে বাদ পড়ে যায় সৌদি আরব৷ তাই ২০২২ সালে আরেকটি ব্রিটিশ ঘোড়া কেনে দেশটি৷ সেটি দিয়ে প্যারিস অলিম্পিকেরবাছাইপর্ব উতরে গেছেন সৌদি অ্যাথলিট খালেদ আলমোবতি৷ ‘‘এটা অলিম্পিকে ফেরার জন্য বিশেষ ইকুয়েস্ট্রিয়ান প্রকল্পের ফল ছিল,'' বলে রয়টার্সকে জানান সৌদি অলিম্পিক কমিটির ডাইরেক্টর অফ কমিউনিকেশন্স আব্দুলআজিজ আলবাকুস৷

সবশেষ টোকিও অলিম্পিকে ৩৩ জন অ্যাথলিট পাঠিয়েছিল সৌদি আরব৷ এটিই এখন পর্যন্ত অলিম্পিকে অংশ নেওয়া দেশটির সবচেয়ে বড় দল৷ তারেগ হামেদি কারাতেতে রূপা জেতায় সৌদি আরবকে খালি হাতে ফিরতে হয়নি৷

তবে এবার প্যারিস অলিম্পিকে কারাতে ইভেন্ট নেই৷ তাই এবার পদকের জন্য ইকুয়েস্ট্রিয়ানের ‘শো জাম্পিং' ইভেন্টের দিকে সৌদি আরব তাকিয়ে থাকবে বলে জানান আলবাকুস৷

প্রথম নারী

দনিয়া আবু তালিব সৌদি আরবের প্রথম নারী অ্যাথলিট যিনি বাছাইপর্বে সাফল্য পেয়ে প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছেন৷ অর্থাৎ তিনি কোটা ব্যবস্থায় অংশ নিচ্ছেন না৷ ১২ বছর আগে বহিষ্কারের হুমকি পাওয়ার পর লন্ডন অলিম্পিকের দলে মেয়েদের অন্তর্ভুক্ত করেছিল সৌদি আরব৷

অলিম্পিকে দনিয়ার সাফল্য কামনা করেছেন আলবাকুস৷ তিনি আশা করছেন আরও কয়েকজন সৌদি ক্রীড়াবিদ অ্যাথলেটিক্সের বাছাইপর্বে সফল হবেন৷ এখনও জুডো ও টেবিল টেনিসের বাছাইপর্ব বাকি আছে বলে জানান তিনি৷

২০৩৬ অলিম্পিকের আয়োজক?

২০২৭ সালের এশিয়ান কাপ আয়োজন করবে সৌদি আরব৷ ২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের বিষয়টিও প্রায় চূড়ান্ত৷ এছাড়া সেই বছরের এশিয়ান গেমসও আয়োজন করবে সৌদি আরব৷ তাই ২০৩৬ সালের অলিম্পিকের আয়োজক হিসেবে সৌদি আরবের নাম আসাটা প্রায় অনিবার্য৷ ‘‘তবে এই বিষয়ে আলোচনা করাটা এখন অনেক বেশি জলদি হয়ে যাবে,'' বলে মন্তব্য করেছেন আলবাকুস৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)