1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অযোধ্যার মন্দির উদ্বোধনে নিমন্ত্রণ নিয়ে বিতর্ক

১ জানুয়ারি ২০২৪

সকলে ডাক পাননি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে। যারা পেয়েছেন, তাদেরও সকলে যাচ্ছেন না।

https://p.dw.com/p/4alAc
অযোধ্যায় রাম মন্দির
২২ জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরেরছবি: SANJAY KANOJIA/AFP/Getty Images

রীতিমতো বিবৃতি দিয়ে বামপন্থিরা জানিয়ে দিয়েছেন, তারা মন্দির উদ্বোধনে যাবেন না। সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বিবৃতি দিয়ে বলেছেন, কোনো ধর্মীয় অনুষ্ঠানে তিনি বা তার দল অংশগ্রহণ করবে না।

এদিকে রামমন্দিরে কাদের ডাকা হচ্ছে, কারা নিমন্ত্রণ পাচ্ছেন, তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিজেপির বহু নেতাই নিমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপি-শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীকে।

রামমন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকেই আমন্ত্রণ জানানো হয়েছে। প্রকাশ্যে না বললেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে অংশ নেবেন না বলেই সূত্র জানিয়েছে। তৃণমূলের সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, এই অনুষ্ঠানটি শেষপর্যন্ত একটি বিজেপির অনুষ্ঠানে পর্যবসিত হতে বসেছে। এবং বিজেপি রামমন্দির উদ্বোধনকে আগামী জাতীয় নির্বাচনের প্রচারে ব্যবহার করবে। এ কারণেই মমতা এই অনুষ্ঠানে যোগ দিতে চান না। তবে প্রকাশ্যে তৃণমূল এখনো কোনো মন্তব্য করেনি।

সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া এবং রাহুল গান্ধীকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে অধীর চৌধুরীকেও। তবে কংগ্রেসের সূত্র জানিয়েছে, সোনিয়াও এই অনুষ্ঠানে যোগ দেবেন না। তিনি তার প্রতিনিধি পাঠিয়ে দেবেন। কিন্তু কংগ্রেসও এখনো পর্যন্ত প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

মুসলিম শিল্পীর গড়া রামমূর্তি শোভা পাবে অযোধ্যার রাম মন্দির চত্বরে

কংগ্রেসের একাধিক নেতা জানিয়েছেন, তাদের এই অনুষ্ঠানে ডাকা হয়নি। এবং এই না ডাকার পিছনে রাজনীতি কাজ করছে বলে তাদের দাবি। এনিয়ে টুইট করেছেন কংগ্রেসের নেতা শশী থারুর। তিনি বলেছেন, রামমন্দির নিয়ে রাজনীতি করছে বিজেপি। বস্তুত, ধর্মকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। প্রায় একই সুরে অভিযোগ জানিয়েছেন সাবেক কংগ্রেস নেতা কপিল সিবল এবং এনসিপি নেতা শরদ পাওয়ার। কপিল সিবল বলেছেন, 'রাম আমার বুকে। কিন্তু রামমন্দির উদ্বোধন নিয়ে যা চলছে, তা রাজনীতি।' শরদ পাওয়ারও জানিয়েছেন, তাকে নিমন্ত্রণ করা হয়নি রাজনৈতিক কারণে।

শিবসেনার নেতা এবং মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন তাকে নিমন্ত্রণ জানানো হয়নি। এর আগে একাধিকবার অযোধ্যায় গিয়ে রামমন্দিরে পুজো দিয়েছেন উদ্ধব। নদীতে আরতি করেছেন। উদ্ধবেরও অভিযোগ, মন্দিরের উদ্বোধন নিয়ে রাজনীতি করা হচ্ছে। আরেক শিবসেনা নেতা সঞ্জয় রাউত আরো এক কাঠি উপরে গিয়ে বলেছেন, রাম নিয়ে রাজনীতি করছে বিজেপি। রামের নামে তারা ভোট পাওয়ার ছক কষছে। যা নিয়ে রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেছেন, 'কেবলমাত্র তাদেরই আমন্ত্রণ জানানো হচ্ছে, যারা রামের ভক্ত।' বস্তুত, এই মন্তব্য নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

এদিকে বলিউডের প্রায় সমস্ত অভিনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। তবে অমিতাভ বচ্চন, অক্ষয়কুমাররা আমন্ত্রণ পেলেও ডাকা হয়নি বলিউডের সবচেয়ে চর্চিত তিন খানকে। আমির, শাহরুখ এবং সলমন খান। এখানেও রাজনীতির গন্ধ পাচ্ছে কোনো কোনো মহল।

এসজি/জিএইচ (পিটিআই)